মঙ্গলবার ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ময়মনসিংহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বসতবাড়ীর সীমানা নিয়ে বিরোধের জেরে উমর আলী (৭০) হত্যা মামলার প্রধান আসামি কাজিম উদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে এদিন ভোর চারটার দিকে ঈশ্বরগঞ্জ থানার হরিয়াখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কাজিম উদ্দিন একই উপজেলার উচাখিলা ইউপির হাসের আলগী গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।

এ বিষয়ে ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দফতরের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, হাসের আলগী গ্রামের কয়েকজনের সঙ্গে উমর আলীর দীর্ঘদিন যাবৎ বসতবাড়ীর সীমানার জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে উমর আলীসহ তার পরিবারের লোকজনদেরকে খুন করার হুমকি দিয়ে আসতেছিল। গত ১৬ ডিসেম্বর সকাল ১০টার দিকে সিরাজুল ইসলাম, ইসরাফিল, কাজিম উদ্দিনসহ ৫ থেকে ৭ জন পূর্বপরিকল্পিতভাবে লোহার রড, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে উমর আলীর বসতবাড়ির ভেতর ‍উঠানে প্রবেশ করে। এ সময়
পরিবারের লোকজনকে পেটাতে শুরু করে। পরে উমর আলী এগিয়ে আসলে তাকে পিটিয়ে হত্যা করা হয়।

তিনি বলেন, এ ঘটনায় নিহতের ছেলে শহিদ মিয়া বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। কিন্তু আসামিরা সু-কৌশলে নিজেদের বাড়ি ত্যাগ করে গা ঢাকা দিয়ে ছদ্মবেশে পলাতক ছিল। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার প্রধান আসামি কাজিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৪৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]