সোমবার ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিকদের সাথে চুমকির মত বিনিময়।

স্টাফ রিপোর্টার:   |   বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট

সাংবাদিকদের সাথে চুমকির মত বিনিময়।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গাজীপুর ৫ আসনের নৌকার মনোনীত প্রার্থী মেহের আফরোজ চুমকি এমপি ৩ জানুয়ারি বুধবার দেওপাড়া কালিগঞ্জ নিজ বাসভবনে রাতে স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে মতবিনিময় করেন।
এসময় এমপি বলেন ৫, আসনে নৌকার প্রতীক জননেত্রী শেখ হাসিনা আমাকে পছন্দ করে দিয়েছেন। আমি বাংলাদেশ মহিলা আওয়ামীলীগে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী, দায়িত্ব পালন করেছি, কখনো কারো মনে কোন কষ্ট দেই নাই, গাজীপুরে আমার পিতা শহীদ ময়েজ উদ্দিন এলাকার মানুষের অনেক আপনজন ছিল। বিগত দিনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইতিমধ্যে নির্বাচনী এলাকার বিভিন্ন অংশে প্রচার প্রচারণা অংশ নিয়ে, ভোটারের মন জয় করতে চেষ্টা করেছি, ৭ই জানুয়ারি জনগণ নৌকার পক্ষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে এমনটাই প্রত্যাশা করছি।

এ সময় এমপি আরো বলেন চ্যালেঞ্জিং একটি নির্বাচন দেশ-বিদেশ একটি সুষ্ঠু অবদে নির্বাচন চায়, প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা নির্বাচনকে সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে আপনাদের সহযোগিতা প্রয়োজন, আপনারা সঠিক বিষয়টি তুলে ধরবেন, আমার নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর সহ বিভিন্ন দলের প্রার্থী রয়েছেন, একজন ট্রানজেণ্ডর প্রার্থীও রয়েছেন, সকলে উৎসবমুখর পরিবেশে নির্বাচন পরিবেশ চলছে এ পর্যন্ত কোথাও নির্বাচনী পরিবেশ বিঘ্ন ঘটেনি, উৎসবমুখর পরিবেশে ভোটার নির্বিঘ্নে ভোট কেন্দ্রে উপস্থিত হবে বলে আমি আশা করি।

নির্বাচনে কোন ধরনের সহিংসতার আশঙ্কা নেই। সাংবাদিকদের প্রতি অনুরোধ রইলো সঠিক সংবাদ প্রচার করে, নির্বাচনকে সকলের অধিকার এ জায়গায় প্রতিষ্ঠা পেতে সহযোগিতা করবেন। আমার নির্বাচনী এলাকার সকল জনসাধারণের প্রতি আহ্বান রইল আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের পাশে থেকে খেদমত করার সুযোগ দিবেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:১৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]