শুক্রবার ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আবাসনখাতে নতুন সম্ভাবনায় আরএস কনফিডেন্স হোল্ডিংস

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৫ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট

আবাসনখাতে নতুন সম্ভাবনায় আরএস কনফিডেন্স হোল্ডিংস

বর্তমানে দেশের জনসংখ্যা অনুযায়ী আবাসনখাত অনেক সম্ভাবনাময় একটি শিল্প। এ শিল্পকে এগিয়ে নিতে এবং গ্রাহকদের আস্থার সঙ্গে তাদের বিনিয়োগ ও বাসস্থান নিশ্চিত করতে রিয়েল এস্টেট সেক্টরে যুক্ত হলো আরএস কনফিডেন্স হোল্ডিংস লিমিটেড।

ইংরেজি নববর্ষের প্রথম দিনে প্রতিষ্ঠানটির রাজধানীর মিরপুর ডিওএইচএস কর্পোরেট অফিসে শুরু হয়ে গেল তাদের আনুষ্ঠানিক পথচলা। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাবিব উল্লাহ দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরেই রিয়েল এস্টেট ও আবাসন ব্যবসায় দেশের শীর্ষ স্থানীয় কোম্পানিগুলোতে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর আজমাইন রাফি একজন মেধাবি এবং তরুণ উদ্যোক্তা। এছাড়াও প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে রয়েছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইমামুল হক। সেই সঙ্গে প্রতিষ্ঠানটিতে রয়েছেন দেশ সেরা আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়ারসহ সম্পূর্ণ পেশাদারী মনোভাব ও অভিজ্ঞতা সম্পন্ন একঝাঁক দক্ষতা সম্পন্ন কর্মকর্তা ও কর্মচারী।

নববর্ষ উদযাপন ও আনুষ্ঠানিক পথচলা শুরু অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাবিব উল্লাহ জানান, গ্রাহকদের স্বপ্ন পূরণে বিভিন্ন হয়রানি ও ভোগান্তি থেকে মুক্তি দিতে এবং রিয়েল এস্টেট সেক্টরে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে তারা প্রতিজ্ঞাবদ্ধ। নিজেদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে গ্রাহকদের পূর্ণ সন্তুষ্টি এবং চাহিদা অনুযায়ী আধুনিক ডিজাইন ও নির্মাণ শৈলী দ্বারা যথাসময়ে তাদের কাঙ্ক্ষিত ফ্ল্যাট বুঝিয়ে দেওয়াই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।

তিনি বলেন, বর্তমানে রিয়েল এস্টেট সেক্টরে এবং আবাসনখাতে কিছু অসাধু কোম্পানির কারণে এই খাতকে হুমকির মুখে ফেলে দিয়েছে। এ ধরনের ঘটনায় গ্রাহকরা ফ্ল্যাট ও প্লটে বিনিয়োগ করতে প্রতারিত হওয়ার আশঙ্কায় থাকে। গ্রাহকদের সেই আশঙ্কা দূর করে তাদের আস্থা অর্জনের পাশাপাশি আবাসন খাতের হারানো সেই জৌলুস ফিরে আনতে কাজ করছে আরএস কনফিডেন্স হোল্ডিংস লিমিটেড।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর আজমাইন রাফি বলেন, বর্তমানে কনস্ট্রাকশন মেটেরিয়ালের দাম বেড়ে যাওয়ায় অধিকাংশ কোম্পানি অতি মুনাফার আশায় কম দামি ও নিম্নমানের কনস্ট্রাকশন মেটেরিয়াল ব্যবহার করে। কাজের গুণগত মান ঠিক না রেখেই ফ্ল্যাট বুঝিয়ে দিতে চায়। তাতে করে একজন গ্রাহক নিজের ফ্ল্যাটটি দীর্ঘ প্রতিক্ষার পর বুঝে পেলেও ফ্ল্যাটে উঠার পর থেকে আবার ভোগান্তি শুরু হয়। গ্রাহকদের মধ্যে এ ধরনের সমস্যা গুলোর ওয়ান স্টপ সমাধান দিতে কাজ করছে আরএস কনফিডেন্স হোল্ডিংস লিমিটেড।

প্রতিষ্ঠানটির ডাইরেক্টর ইমামুল হক বলেন, আরএস কনফিডেন্স হোল্ডিংস লিমিটেড আনুষ্ঠানিকভাবে পথচলা শুরুর আগেই বসুন্ধরা আবাসিক এলাকায় ইতোমধ্যেই একটি প্রজেক্ট হ্যান্ডওভার করেছে।

বর্তমানে গ্রাহকদের সর্বোচ্চ নাগরিক সুযোগ-সুবিধা ও রাজউক ফার এর কথা মাথায় রেখে আপাতত বসুন্ধরা আবাসিক এলাকায় প্রজেক্ট নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। তবে ভবিষ্যতে গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে সমগ্র ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা এবং বিভাগীয় শহরেও প্রজেক্ট করার পরিকল্পনা আছে কোম্পানিটির।

Facebook Comments Box
advertisement

Posted ৭:২৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৫ জানুয়ারি ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]