শুক্রবার ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলবে মার্চে

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৫ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট

চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলবে মার্চে

চট্টগ্রামে নির্মিত দেশের দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে আগামী মার্চ-এপ্রিলের মধ্যে খুলে দেওয়া হবে বলে জানিয়েছে বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। বৃহস্পতিবার এক বৈঠকে সিটি মেয়রকে বিষয়টি জানায় সিডিএ প্রতিনিধি দল।

এলিভেটেড এক্সপ্রেসওয়ের নকশা, নির্মাণকাজ, এক্সপ্রেসওয়েতে ওঠানামার পথ (র‍্যাম্প) ও সংস্কার করা সড়ক নিয়ে সচিত্র প্রতিবেদন এবং অ্যানিমেশন ভিডিও উপস্থাপন করে সিডিএ। এ সময় এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় নগরের দেওয়ানহাটের বর্তমান জরাজীর্ণ সেতু ভেঙে নতুন সেতু নির্মাণের জন্য সিডিএকে প্রস্তাব দেন মেয়র রেজাউল করিম চৌধুরী।

বৈঠকে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, সচিব খালেদ মাহমুদ, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, প্রকল্প পরিচালক মাহফুজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গত ১৪ নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নগরের লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন হলেও নির্মাণ শেষ না হওয়ায় যান চলাচলের জন্য সড়কটি খুলে দেওয়া হয়নি।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর নামে নামকরণ করা হয় এলিভেটেড এক্সপ্রেসওয়েটির। এ এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফলে চট্টগ্রাম শহর থেকে মাত্র ২০ মিনিটে পৌঁছানো যাবে বিমানবন্দর। এটির নির্মাণ ব্যয় ধরা হয় চার হাজার ২৯৮ কোটি টাকা।

Facebook Comments Box
advertisement

Posted ২:৩৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৫ জানুয়ারি ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]