সোমবার ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক সতীর্থের দুর্দিনে পাশে দাঁড়ালেন নেইমার

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১০ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট

সাবেক সতীর্থের দুর্দিনে পাশে দাঁড়ালেন নেইমার

নারী নিপীড়নের অভিযোগ জেলবন্দি জীবন কাটাচ্ছেন ব্রাজিলের সাবেক তারকা দানি আলভেজ। সেই সঙ্গে রয়েছে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের মামলাও। তাতে আলভেজ সব সম্পত্তি আপাতত বাজেয়াপ্ত করা হয়েছে।

লম্বা সময় ধরে ফুটবলের বাইরে থাকা এবং সম্পদ বাজেয়াপ্ত হওয়ায় চরম দুর্বিপাকে পড়েছেন আলভেস। তার এমন দুঃসময়ে বড় অঙ্কের আর্থিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ালেন বন্ধু নেইমার জুনিয়র।

ব্রাজিল সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত আগস্টে নিজ উদ্যোগে স্প্যানিশ কোর্টের কাছে দেড় লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা) পাঠিয়েছেন নেইমার। সেই সঙ্গে একজন আইনজীবীও নিয়োগ করেছেন আলভেজ জন্য। খবর ‘ইউওএল’-এর।

গত ২০২২ সালের ৩০ ডিসেম্বর বার্সেলোনার সাটন নাইটক্লাবে বন্ধুদের নিয়ে পার্টি করছিলেন আলভেস। সেখানেই এক নারীকে নিপীড়নের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

স্প্যানিশ সংবাদমাধ্যম এবিসি জানিয়েছে, নাইট ক্লাবের বাথরুমে ২৩ বছর বয়সী এক নারীকে যৌন নিপীড়ন করেন আলভেস। সাবেক বার্সেলোনা ডিফেন্ডারের এমন কাণ্ডের পর ঘাবড়ে যান সেই নারী। পরে বন্ধু ও নিরাপত্তাকর্মীদের ডাকতে শুরু করেন। বন্ধুরা তাকে নিরাপদ জায়গায় সরিয়ে নেন। এই ফাঁকে আলভেস ঘটনাস্থল থেকে চলে যান। পরে এক বিবৃতিতে ঘটনাটি অস্বীকার করেন তিনি।

এরপর ২০ জানুয়ারি সাক্ষ্য দেওয়ার সময় তাকে গ্রেফতার করে স্প্যানিশ পুলিশ। এরপর জামিন আবেদন করলেও পাবলিক প্রসিকিউটর তা দেননি। বরং পাঠানো হয় জেলে। সেই থেকে প্রায় এক বছর ধরে জেলেই আছেন তিনি। এমনকি জামিন আবেদন করেও কাজ হয়নি।

Facebook Comments Box
advertisement

Posted ৭:১৭ পূর্বাহ্ণ | বুধবার, ১০ জানুয়ারি ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]