মঙ্গলবার ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২ দিন ধরে নিখোঁজ জাহাঙ্গীর, বসতঘরে মিলল লাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৬ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট

২ দিন ধরে নিখোঁজ জাহাঙ্গীর, বসতঘরে মিলল লাশ

ভোলার লালমোহন উপজেলায় দুইদিন নিখোঁজের পর নিজ বসতঘরেই মো. জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তির লাশের সন্ধান মিলেছে। শুক্রবার সকালে তার ঘরের দরজা ভেঙে মৃত অবস্থায় জাহাঙ্গীর আলমকে পড়ে থাকতে দেখেন স্বজনরা।

লালমোহন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নয়ানীগ্রামের খলিফা বাড়িতে ঘটেছে এমন ঘটনা। মৃত জাহাঙ্গীর আলম ওই বাড়ির হানিফ খলিফার ছেলে।

স্বজনদের ধারণা, হার্ট অ্যাটাক অথবা শ্বাসকষ্টে তার মৃত্যু হয়েছে। কারণ ঘরে একাই থাকতেন জাহাঙ্গীর। তার স্ত্রী তজুমদ্দিন উপজেলায় বাবার বাড়িতে থাকতেন। ছেলে প্রিন্স ভোলা সরকারি কলেজে অনার্সে পড়েন। মেয়ে জেরিন মনপুরা উপজেলায় অবস্থিত স্বামীর বাড়িতে থাকতেন। তবে জাহাঙ্গীর আলমের মৃত্যুর সংবাদ পেয়ে স্ত্রী-সন্তানরা ছুটে আসেন।

জাহাঙ্গীর আলমের বড় বোন ফয়েজুন্নেছা বলেন, আমি নিয়মিত বাড়ি থেকে এসে তার খোঁজ নিতাম। বৃহস্পতিবার সারাদিন জাহাঙ্গীরের কোনো খোঁজ পাইনি। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে তার ঘরে গিয়ে কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করি। ভেতরে ঢুকে দেখি- খাটের ওপরে মৃত অবস্থায় পড়ে রয়েছে জাহাঙ্গীর।

এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, নিজ বসতঘর থেকে দরজা ভেঙে মৃত অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে বলে শুনেছি। এটি স্বাভাবিক মৃত্যু বলেই মনে করছেন ওই ব্যক্তির স্বজনরা।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৩৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ জানুয়ারি ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]