মঙ্গলবার ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আমরা কোপা আমেরিকা জিততে যাচ্ছি: মার্টিনেজ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট

আমরা কোপা আমেরিকা জিততে যাচ্ছি: মার্টিনেজ

তিন বছর আগে কোপা আমেরিকার মাধ্যমেই দীর্ঘ শিরোপা খরা ঘুচিয়েছিল আর্জেন্টিনা। সামনে আরও একটি কোপা আমেরিকার আসর দুয়ারে কড়া নাড়ছে। জুনেই আমেরিকায় বসবে দক্ষিণ আমেরিকা মহাদেশের ফুটবল শ্রেষ্ঠত্বের আসর। লিওনেল মেসির দলের সামনে এবার শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ।

কোপা আমেরিকার আগে দারুণ ফর্মে আছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের কাছে হারলেও শেষ ম্যাচে ব্রাজিলকে তাদের ঘরের মাটিতে হারিয়ে এসেছে আলবিসেলেস্তেরা। বিশ্বকাপের কনমেবল অঞ্চলের বাছাই পর্বে শীর্ষে আছে আকাশী-সাদারা।

আর্জেন্টিনা কোপা আমেরিকার শিরোপা ধরে রাখতে পারবে কি না, তা সময়ই বলে দেবে। কিন্তু দলটির গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এরইমধ্যে ভবিষ্যদ্বাণী করেছেন কারা জিতবে আগামী শিরোপা।

এমির স্বদেশি ডিফেন্ডার জারমান পেজ্জেলা দিন কয়েক আগেই লা লিগার দল রিয়াল বেতিসের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন। নতুন চুক্তি অনুযায়ী ২০২৬ সাল পর্যন্ত তিনি সেভিলের ক্লাবটিতে থাকবেন। সে উপলক্ষে আর্জেন্টিনা জাতীয় দলের কয়েকজন সতীর্থের সঙ্গে ভিডিও আড্ডায় যুক্ত হয়েছিলেন তিনি।

সেই আড্ডায় জেরেনিমো রুলি, নিকোলাস তাগলিয়াফিকো, জিওভান্নি লো সেলসো এবং হুয়ান ফয়েথদের সঙ্গে ছিলেন কাতার বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসজয়ী মার্টিনেজও। সেখানেই নানা প্রসঙ্গে আলাপের সঙ্গে আসন্ন কোপা আমেরিকার কথাও উঠে আসে।

এ সময় মার্টিনেজ বলেন, অভিনন্দন। তুমি জানো, আমি তোমাকে কতটা ভালোবাসি এবং তোমাকে একজন ব্যক্তি ও খেলোয়াড় হিসেবে ক্রমাগত বেড়ে উঠতে দেখে আমি কতটা খুশি। এটা তোমার ক্যারিয়ারের নতুন একটা ধাপ। উপভোগ করো।

ইংল্যান্ডের বার্মিংহাম শহরে থাকা মার্টিনেজ এই সময় ইংল্যান্ডের ঠাণ্ডা আবহাওয়ার কথা স্মরণ করে বলেন, আমার মতো করে নয়, উপভোগ করো, বন্ধু। আমি তোমাকে ভালোবাসি এবং আমরা কোপা আমেরিকা জিততে যাচ্ছি।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৩৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]