বুধবার ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

এমবাপ্পে জাদুতে কোয়ার্টারের পথে পিএসজি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট

এমবাপ্পে জাদুতে কোয়ার্টারের পথে পিএসজি

আগামী মৌসুমে প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) কিলিয়ান এমবাপ্পে থাকবেন কি না তা এখনো নিশ্চিত নয়। তবে ফ্রান্সের বিখ্যাত ক্লাবটির জয়ে অবদান তিনি রেখেই চলছেন। তার গোলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়েছে লা পারিসিয়ানরা।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) ঘরের মাঠে অবশ্য ঠিক সেভাবে ভালো খেলতে পারেনি পিএসজি। বল দখলে বরং তাদেরকে হারিয়েছে সফরকারী সোসিয়েদাদ। আর এতে বিরতির ঠিক আগে গোলও প্রায় পেয়ে যাচ্ছিল দলটি। তবে স্প্যানিশ মিডফিল্ডার মিকেল মেরিনোর শট ক্রসবারে লাগে।

দ্বিতীয়ার্ধে অবশ্য নিজেদের চেনা রূপে ফিরে আসে ফরাসি জায়ান্টরা। তাতে ৫৮তম মিনিটে গোলের দেখা পায় তারা। কর্নারে মার্কুইনোসের হেড পাসে দূরের পোস্টে ভলিতে বল জালে পাঠান অরক্ষিত এমবাপ্পে। এই গোল দিয়ে রেকর্ডবুকে নাম লেখান ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা এই তারকা।

সাবেক ক্লাব সতীর্থ নেইমারকে এদিন ছাড়িয়ে যান এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগে এমবাপ্পের গোল এখন ৪৪টি। ইউরোপের মর্যাদাপূর্ণ এই আসরে ৪৩ গোল নিয়েই তার পরেই আছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ৬৪তম মিনিটে আরেকটি ভালো সুযোগ পেয়েছিলেন এমবাপ্পে। তবে কাজে লাগাতে পারেননি।

৬ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন বারকোলা। ফাবিয়ান রুইসের পাস পেয়ে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের বাধা পেরিয়ে দারুণ শটে জাল খুঁজে নেন তরুণ ফরাসি ফরোয়ার্ড। ফিরতি লেগে মার্চের পাঁচ তারিখ সোসিয়েদাদের মাঠে খেলতে নামবে আবার লুইস এনরিকের দল।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]