বুধবার ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বড়পুকুরিয়ায় নতুন ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট

বড়পুকুরিয়ায় নতুন ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র ভূ-গর্ভস্থ বড়পুকুরিয়া কয়লা খনি। নির্ধারিত সময়ের ১৫ দিন আগেই বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে। এদিন সন্ধ্যার পর খনির ১২০৯ ফেইস থেকে পরীক্ষামূলক কয়লা উত্তোলন শুরু করা হয়।

জানা গেছে, নতুন ফেইস ১২০৯ থেকে প্রাথমিকভাবে প্রতিদিন ১,৫০০ থেকে ২,০০০ টন কয়লা উত্তোলন করা হবে। সবকিছু ঠিক থাকলে পরবর্তীতে দৈনিক ৩,০০০ থেকে ৩,৫০০ টন হারে কয়লা উত্তোলন করা হবে বলে জানিয়েছে খনি কর্তৃপক্ষ। ৩.৬০ লাখ টন লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হওয়া এ ফেইস থেকে আগামী জুলাই পর্যন্ত কয়লা উত্তোলন করা সম্ভব হবে। উত্তোলিত এ কয়লা দিয়ে আগামী জুলাই পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে কয়লা ভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র চালানো যাবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সাইফুল ইসলাম।

তিনি জানান, নির্ধারিত সময়ের আগেই উৎপাদন শুরু করা হয়েছে। সব ঠিক থাকলে উত্তোলন অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, এর আগে ১৪১২ নম্বর ফেইসের মজুদ শেষ হলে গত ২৯ ডিসেম্বর খনির কয়লা উত্তোলন কর্যক্রম বন্ধ করে কর্তৃপক্ষ।

Facebook Comments Box
advertisement

Posted ৯:০৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]