মঙ্গলবার ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রুতিলেখক নিয়ে পরীক্ষা দিল দৃষ্টিহীন লিমা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট

শ্রুতিলেখক নিয়ে পরীক্ষা দিল দৃষ্টিহীন লিমা

এসএসসি পরীক্ষার্থী লিমা বেগম। জন্ম থেকেই অন্ধ তিনি। তারপরও অদম্য এই কিশোরী লেখাপড়া ছাড়েননি। এগিয়ে যেতে চান অনেক দূর। তাই শ্রুতিলেখক নিয়ে বসে পরীক্ষা দিলেন লিমা।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার তাহের শামসুননাহার উচ্চ বিদ্যালয় থেকে অংশ নিচ্ছেন তিনি। পরীক্ষা দিচ্ছেন অগ্রণী উচ্চ বিদ্যালয়কেন্দ্রে।

জানা যায়, উপজেলার চণ্ডিছড়া চা বাগানের দরিদ্র পরিবারের সন্তান লিমা বেগম। তার বাবা মো. দেলোয়ার মিয়া। তার বড়বোনও এবার পরীক্ষা দিচ্ছে। একদিকে দুইটি অন্ধ চোখ, অপরদিকে আর্থিক দৈন্যতা থাকলেও সে থেমে যায়নি। পরিবার ও সহৃদয়বানদের সহযোগিতায় পড়াশোনা চালিয়ে যাচ্ছে। সে বড়বোনের পড়া শুনে শুনে শিখে। তার ইচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া।

বাংলা প্রথমপত্র পরীক্ষা শেষে লিমা জানান, তার পরীক্ষা ভালো হয়েছে। সব প্রশ্নের উত্তর দিয়েছেন। কোনো সমস্যা হয়নি, নন্দিনী বাকতি তার হয়ে লিখেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র চন্দ্র দেব জানান, শ্রুতিলেখকের সহায়তা নিয়ে পরীক্ষা দিতে অনুমতি আনা হয়েছে সিলেট শিক্ষা বোর্ড থেকে। শ্রুতিলেখক নন্দিনী একই বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী। সাধারণত শ্রুতিলেখকদের পরীক্ষার্থীদের চেয়ে নিচের ক্লাসের হতে হয়।

অগ্রণী উচ্চ বিদ্যালয়কেন্দ্রের কেন্দ্র সচিব নুরুল ইসলাম জানান, শ্রুতিলেখক নিয়োগের জন্য শ্রুতিলেখকের অভিভাবক এবং তার প্রতিষ্ঠানপ্রধানের অনুমতি প্রয়োজন। যারা শ্রুতিলেখক হয়ে পরীক্ষায় অংশ নেয় তাদের পরীক্ষার্থীর চেয়ে নিচের ক্লাসের হতে হয়। এখানে তাই করা হয়েছে। নবম শ্রেণির শিক্ষার্থী দিয়ে সে পরীক্ষা দিচ্ছে। তাকে আইন অনুযায়ী ২০ মিনিট সময়ও বেশি দেওয়া হচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]