বুধবার ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

হৃদয়ের সঙ্গে জুটি লিটনের ‘জীবনের সেরা’

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট

হৃদয়ের সঙ্গে জুটি লিটনের ‘জীবনের সেরা’

দশম বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচটিতে রংপুরের দেওয়া ১৮৬ রানের লক্ষ্য তাড়া করে জিতেছে কুমিল্লা। এই জয়ে প্রথম দল হিসেবে আসরের ফাইনাল নিশ্চিত করেছে লিটন দাসের দল।

মিরপুরের উইকেট বিবেচনায় রংপুরের ১৮৬ রানের লক্ষ্যটা বেশ বড়ই ছিলো। কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্স এই রান তাড়া করে ফেলেছে নয় বল ও ছয় উইকেট হাতে রেখে। যার বড় কৃতিত্ব তাওহীদ হৃদয় ও লিটন দাসের।

ইনিংসের প্রথম বলেই ফজলহক ফারুকি ফেরান কুমিল্লার ওপেনার সুনিল নারিনকে। তাতেও ভড়কে যাননি তাওহীদ ও লিটন। উল্টো দ্বিতীয় উইকেটে রংপুরের বোলারদের কোনো পাত্তাই দেননি দুজন। বিশেষ করে আগ্রাসী ব্যাটিংয়ের প্রদশর্নী দেখিয়েছেন তাওহীদ। দুজনের ১৪৩ রানের জুটিতেই জয়ের ছবি এঁকে ফেলে কুমিল্লা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কুমিল্লার অধিনায়ক লিটন বলেন, ‘অসাধারণ, আমার জীবনের তো সেরা (জুটি)। এরকম কখনো হয়নি, সঙ্গীর সঙ্গে এমন ব্যাট করেছি (টি-২০তে)। আমার মনে পড়ে না। যেভাবে সে (তাওহীদ) ব্যাট করেছে, অসাধারণ। নন স্ট্রাইকিং থেকে দেখেই ভালো লাগছিল। তার চেয়ে বড় কথা হচ্ছে, একজন সঙ্গীর কাজ হচ্ছে আরেকজন সঙ্গীকে নির্ভার করে দেওয়া। সে আমাকে নির্ভার করে দিয়েছে বাকিটা খেলার জন্য।’

লিটনের ভালো লাগাটা আরো বাড়িয়ে দিচ্ছে দুজনেই বাংলাদেশ দলের ক্রিকেটার হওয়ায়, ‘সাধারণত আমরা (বাংলাদেশের ক্রিকেটাররা) এতো বড় বড় রান তাড়া করি না। এদিক থেকে অন্যতম সেরা বলতে পারেন। যেহেতু দুজনই বাঙালি, দুজনই জাতীয় দলের খেলোয়াড়। আশা করি, এভাবে চালিয়ে যেতে পারবো।’

Facebook Comments Box
advertisement

Posted ২:২০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]