শুক্রবার ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পূবাইলে বাদী-স্বাক্ষীকে মামলা তুলে নিতে ভয়ভীতি অভিযোগ

গাজীপুর প্রতিনিধিঃ   |   রবিবার, ২৪ মার্চ ২০২৪ | প্রিন্ট

পূবাইলে বাদী-স্বাক্ষীকে মামলা তুলে নিতে ভয়ভীতি অভিযোগ

গাজীপুর মহানগরীর পূবাইলে আসামিরা তাদের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে বাদী ও সাক্ষীদের প্রতিনিয়ত হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছেন বলে অভিযোগ উঠেছে। ওই মামলায় জামিনে মুক্ত হয়ে এজাহারভুক্ত আসামি রাজু দেওয়ান, ওসমান দেওয়ান ও জহুরুল দেওয়ানসহ একাধিক ব্যাক্তির বিরুদ্ধে এ অভিযোগ সামনে এনেছেন বাদী ও স্বাক্ষীরা।
অভিযোগে জানা যায়, ২০২০ সালের ১৪ জানুয়ারি‌ মৎস্য খামার নিয়ে গাজীপুর আদালতের পিটিশন মামলা মূলে পূবাইল থানায় ফৌজদারি কার্যবিধির ১৪৩, ৩৭৯, ৩৮৫, ৪৪৭, ৩২৩, ৩০৬, ৫০৭ ধারায় মামলা (নং ৬) দায়ের হয়।
এর জের ধরে গত ১৮ মার্চ বাদীর করমতলা মৌজাস্হিত বসতবাড়ির গেটের সামনে রাজু দেওয়ান শাবল দিয়ে আক্রমণ করায় এবং ওসমান দেওয়ান ও জহুরুল দেওয়ান ইট পাটকেল ছুঁড়ে মারায় পরদিন ১৯ মার্চ পূবাইল থানায় একটি সাধারণ ডায়েরী (নং-৭৩১) করেন মামলার বাদী জহুরুল হক।এ কারণে গত ২০ মার্চ দুপুর আড়াইটার দিকে বাদী জহুরুল হক ইটের রাস্তা দিয়ে তার বাড়িতে হেঁটে যাওয়ার সময় পেছন দিক থেকে আসামি রাজু দেওয়ান
মোটর সাইকেল দিয়ে চাপা দেয়। এতে জহুরুল হক ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। এ সময় রাজু দেওয়ান তার মাথায় থাকা হেলম্যাট দিয়ে জহুরুল হককে আঘাত করেঃ কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে।একইসময় রাজুর সহযোগী ওসমান দেওয়ান ও জহুরুল দেওয়ানও মারমুখী আচরণ করে।
পরে আহত জহুরুল হক গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন এবং আসামিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।
পূবাইল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান বলেন, এ বিষয়ে ইতিমধ্যে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ অবস্থায় মামলার বাদী জহুরুল হক ও তার পরিবার আসামীদের নানা রকম হুমকীর মুখে আতঙ্কের জীবন যাপন করছেন।

Facebook Comments Box
advertisement

Posted ১২:১১ অপরাহ্ণ | রবিবার, ২৪ মার্চ ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]