রবিবার ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

গাজীপুর প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ | প্রিন্ট

গাজীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

গাজীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সোমবার সকালে সূর‌্যোদয়ের সাথে সাথে ভাওয়াল রাজবাড়ী মাঠে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটি সূচনা করা হয়।
পরে শহরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠসংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম , গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলম, পুলিশ সুপার কাজী শফিকুল আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, , পিবিআই, জেলা পরিষদ, শিল্প পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে সবাই পুষ্পস্তবক অর্পণ করেন।
এ উপলক্ষে সকালে শহীদ বরকত স্টেডিয়ামে কুচকাওয়াজ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের সমাবেশ, জাতীয় সঙ্গীত পরিবেশন ও আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম বক্তব্য রাখেন। পরে কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
এছাড়াও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের অংশ হিসাবে, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে জীবনদাকারী গাজীপুরের শহিদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]