শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

না ফেরার দেশে দক্ষিণী সিনেমার জনপ্রিয় কৌতুক অভিনেতা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ | প্রিন্ট

না ফেরার দেশে দক্ষিণী সিনেমার জনপ্রিয় কৌতুক অভিনেতা

একের পর এক যেন নক্ষত্র পতন হচ্ছে শোবিজ ইন্ডাস্ট্রিতে। একজনকে হারানোর শোক কাটিয়ে উঠার আগেই আরেক জনের মৃত্যুর খবর। এবার মারা গেলেন দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় কৌতুক অভিনেতা লক্ষ্মী নারায়ণগন সেশু।

মঙ্গলবার (২৬ মার্চ) চেন্নাইয়ের বেসরকারি একটি হাসপাতালে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৬০ বছর বয়স হয়েছিল এ অভিনেতার। এর আগে গত ১৫ মার্চ হার্ট অ্যাটাক হওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়েছিল লক্ষ্মী নারায়ণগনকে। হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

বর্ষীয়ান এ অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লোল্লু সভার শো-এর পরিচালক রাম বালা। তিনি বলেন, লোল্লু সভা টিম প্রায় ২০ বছর ধরে সবার সঙ্গে যোগাযোগের বাইরে ছিল। সম্প্রতি এই লক্ষ্মী নারায়ণগনই একটি পুনর্মিলনের আয়োজন করেছিল। কিন্তু আজ সেই লক্ষ্মী নারায়ণগনই নেই। তার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, এ অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ইন্ডাস্ট্রিতে। একই সঙ্গে প্রিয় কৌতুক অভিনেতার মৃত্যুতে শোকাহত ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

এ অভিনেতা ২০০২ সালে ধানুশ অভিনীত সিনেমা ‘থুল্লুভাধো ইলামাই’-এর মাধ্যমে অভিনয়ে ডেবিউ করেন। পরবর্তীতে বিজয় টিভির শো ‘সোল্লু সভা’তে এসে দারুণ খ্যাতি লাভ করেন। তিনি অসংখ্য তামিল সিনেমায় অভিনয় করেছেন। ‘A1’, ‘ডিক্কিলুনা’, ‘গুলু গুলু’ এবং সম্প্রতি ‘ভাদাক্কুপট্টি রামাসামি’র মতো সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন। এছাড়া ‘নাই সেকার রিটার্নস’ এবং ‘দ্রৌপথি’র মতো সিনেমায় দেখা গেছে তাকে।

Facebook Comments Box
advertisement

Posted ২:৪৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]