বৃহস্পতিবার ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | প্রিন্ট

কিশোরগঞ্জে কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কিশোরগঞ্জে বাংলাদেশ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ‘কৃষক বাচাঁও দেশ বাচাঁও’এ স্লোগানে শুক্রবার সকালে জেলা কৃষক লীগের উদ্যোগে ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে জেলা কৃষক লীগের নেতাকর্মীরা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা, বস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজল।

জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুর পরিচালনার আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দীয় কৃষক লীগের সদস্য আক্তারুজামান শিপন, জেলা কৃষক লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুর রাজ্জাক, জিয়া উদ্দিন সরকার, যুগ্ন-সাধারণ সম্পাদক আবুল হাসেম মাস্টার,সাংগঠনিক সম্পাদক এম এ হানিফ, মো. আসাদুজ্জামান আসাদ, অর্থ সম্পাদক মো. হুমায়ুন কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ আকবর খন্দকার, দফদর সম্পাদক দীপক দাস, কৃষি ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাহফুজুর রহমান, হোসেনপুর উপজেলা কৃষক লীগের সভাপতি আক্তারুজ্জামান দুলাল, সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম হেভেন, করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম, শহর কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আল মামুন, তাড়াইল উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁঞা প্রমুখ।

আলোচনা শেষে জাতির জনকের আত্নার শান্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম শরিফ।

Facebook Comments Box
advertisement

Posted ৯:০৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]