শুক্রবার ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঝরল ৩ জনের প্রাণ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | প্রিন্ট

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঝরল ৩ জনের প্রাণ

চট্টগ্রামের পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন।

শুক্রবার বিকেলে ও রাতে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খরনা ইউনিয়নের চেয়ারম্যান ঘাটা এবং মনসা বাদামতল এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

পটিয়া হাইওয়ে পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাত ৮টার দিকে খরনা চেয়ারম্যান ঘাটা এলাকায় কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আহত হন আরো চারজন।

নিহতরা হলেন- চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের ইউনুচ মার্কেট এলাকার আবু তৈয়বের ছেলে আবু বক্কর তাসিব ও কক্সবাজারের রামু উপজেলার আহমদ হোসেনের ছেলে নুরুল আলিম।

আহতরা হলেন- চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের রাকিব হোসেন, মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ শিহাব ও চকরিয়ার অটোরিকশাচালক লিটন।

অন্যদিকে, একইদিন বিকেল সাড়ে ৫টার দিকে মহাসড়কের মনসা বাদামতল থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী একটি মিনিবাস বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসকে সাইড দিতে গিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এ সময় বাসটির হেলপার মোহাম্মদ রফিক লাফ দিলে বাসের নিচে চাপা পড়ে প্রাণ হারান। নিহত রফিকের বাড়ি পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের চাপড়া গ্রামে।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম বলেন, শুক্রবার বিকেলে ও রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হন। আহত হন আরো চারজন। আহতদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৩৩ পূর্বাহ্ণ | শনিবার, ২০ এপ্রিল ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]