শনিবার ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

খালে গৃহবধূর লাশ, স্বামীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪ | প্রিন্ট

খালে গৃহবধূর লাশ, স্বামীর বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহা খাল থেকে গৃহবধূ দিলরুবা বেগম পীপার লাশ উদ্ধারের ঘটনায় তার স্বামী আবদুল আলীমের বিরুদ্ধে মামলা হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) রাত ৮টার দিকে কর্ণফুলী থানায় মামলাটি করেছেন পীপার ভাই সেলিম উল্লাহ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন।

পীপার স্বামীর বাড়ি পটিয়া পৌরসভা এলাকা হলেও বর্তমানে নগরের লাভ লেন এলাকার আবেদীন কলোনির ইপিক শিরীন ভবনে থাকেন তারা।

মামলার এহাজার থেকে জানা গেছে, নগরের পূর্ব বাকলিয়া এলাকার হাজী মহসিনের মেয়ে দিলরুবা বেগম পীপার সঙ্গে ২০১০ সালে আবদুল আলিমের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই তুচ্ছ বিষয়ে পীপাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন আবদুল আলিম। যা পীপার পরিবার জানতে পারলে একাধিকবার সামাজিকভাবে সমাধানের চেষ্টাও করা হয়।

গত রোববার (২৭ অক্টোবর) রাতে পীপার ভাইকে কল দিয়ে আলীম জানান- পীপাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর পীপার পরিবার তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। কিন্তু তার সন্ধান মেলেনি।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে কালারপোল ব্রিজের নিচ থেকে এক নারীর লাশ উদ্ধারের খবর পেয়ে থানায় যোগাযোগ করেন পীপার স্বজনরা। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে লাশটি পীপার বলে শনাক্ত করেন তারা।

এর আগে, একইদিন কোতোয়ালি থানায় জিডি করেন পীপার স্বামী আবদুল আলীম। তবে স্বামীই পীপাকে খুনের পর লাশ খালে ফেলে দেন বলে এজাহারে উল্লেখ করেন ভাই সেলিম।

কর্ণফুলী থানার ওসি মনির হোসেন বলেন, গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। এ বিষয়ে আমরা কাজ করছি।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৫ অপরাহ্ণ | শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]