শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

একদিনের বিরতি শেষে আবারো মাঠে ফিরছে বিপিএলের সিলেট পর্ব

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

একদিনের বিরতি শেষে সোমবার (৩০ জানুয়ারি) আবারো মাঠে ফিরছে বিপিএলের সিলেট পর্ব। প্রথম ম্যাচে টেবিলের তলানিতে থাকা ঢাকা ডমিনেটর্সের প্রতিপক্ষ চারে থাকা রংপুর রাইডার্স। দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি। দিনের দ্বিতীয় খেলায়, টেবিল টপার সিলেট স্ট্রাইকার্সের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

চলতি বিপিএলে স্বস্তি নেই রংপুর রাইডার্স শিবিরে। বিদেশি ক্রিকেটারদের আসা-যাওয়ার মিছিলে এখনো চলছে সেরা একাদশের খোঁজ। ৪ জয়ে টেবিলের চার নম্বরে নুরুল হাসানের দল। আপাতত অবস্থানটা স্বস্তির হলেও বিপত্তিটা ধারাবাহিকতায়। আর তা খুঁজে পেতে, এই ম্যাচেই নামানো হতে পারে আফগান স্পিনার মুজিব উর রহমানকে।

অন্যদিকে শেষ ম্যাচে খুলনাকে হারিয়ে কাগজে-কলমে এখনো টুর্নামেন্টে টিকে রয়েছে নাসির হোসেনের দল। সে ম্যাচের ফলাফলই রংপুরের বিপক্ষে ভালো করার অনুপ্রেরণা জোগাবে টিম ডমিনেটর্সকে।

ঢাকা-রংপুর লড়াইয়ের পরেই মাঠে নামবে টেবিল টপার ও স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। ঘরের মাঠে প্রথম ম্যাচটি হতাশায় কাটলেও দ্বিতীয় ম্যাচে পুরনো রূপে ফিরেছে মাশরাফী বিন মোর্ত্তজারা।

ব্যাট হাতে দলটির হয়ে দারুণ করছেন নাজমুল হোসেন শান্ত। বল হাতে নেতৃত্ব খোদ অধিনায়কের হাতে। বিদেশি রিক্রুটরাও ছন্দে থাকায় এবারের আসরের শিরোপা জয়ের অন্যতম দাবিদার স্ট্রাইকার্স।

এদিকে টুর্নামেন্টে টিকে থাকতে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই ইয়াসির রাব্বিদের সামনে। অবশ্য গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ওয়াহাব রিয়াজকে পাচ্ছে না খুলনা। ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব বুঝে নিতে নিজ দেশে ফিরেছেন পাক পেসার।

Facebook Comments Box
advertisement

Posted ২:৪৭ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]