সোমবার ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পাস করা শিক্ষার্থীদের তুলনায় কলেজগুলোতে আসন বেশি আছে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

পাস করা শিক্ষার্থীদের তুলনায় কলেজগুলোতে আসন বেশি আছে: শিক্ষামন্ত্রী

এইচএসসিতে যে পরিমাণ শিক্ষার্থী পাস করেছেন তার থেকে কলেজগুলোতে আসন সংখ্যা অনেক বেশি রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শনিবার দুপুরে দুই দিনব্যাপী চাঁদপুর সাহিত্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষা যারা পাস করেন তাদের কেউ কেউ বিভিন্ন পেশাগত শিক্ষার দিকে ধাবিত হন। কেউ চিকিৎসা বিজ্ঞানে, কেউ প্রকৌশলে, কেউ স্থাপত্যে আবার কেউ আইনে— এভাবে চলে যান। আবার অনেকে আছেন যারা বিশ্ববিদ্যালয়ে যান উচ্চশিক্ষার জন্য। আমাদের সারাদেশে ২২৫৭টি কলেজ রয়েছে। সেখানেও অনেকে উচ্চশিক্ষার জন্য যান। আবার অনেকে কারিগরি শিক্ষার জন্যও যান। সবমিলিয়ে আমাদের আসন সংখ্যা যে পরিমাণ রয়েছে তা পাস করা শিক্ষার্থীর চেয়ে বেশি। ফলে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য ভর্তি হতে কোনো অসুবিধা হবে না।

এর আগে, সাহিত্য মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। শহিদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন— কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন ও বাংলা একাডেমির মহাপরিচালক ড. আমিনুর রহমান সুলতান। মেলায় চাঁদপুরের প্রায় দেড় শতাধিক সাহিত্যকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৫৯ পূর্বাহ্ণ | শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]