মঙ্গলবার ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আর ফুটবল খেলবেন না রিবেরি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২২ অক্টোবর ২০২২ | প্রিন্ট

আর ফুটবল খেলবেন না রিবেরি

আন্তর্জাতিক ফুটবলকে ২০১৪ সালে বিদায় বলেছিলেন। ক্লাব ফুটবলে খেলছিলেন নিয়মিত। তবে হাঁটুর চোটের কারণে ফুটবলকে বিদায় বলে দিলেন বায়ার্ন মিউনিখের সাবেক উইঙ্গার ফ্রাঙ্ক রিবেরি।

সেরি আর দল সালেরনিতানার সঙ্গে চুক্তির ইতি টেনে দিয়েছেন ৩৯ বছর বয়সী এই উইঙ্গার।

ক্লাব ক্যারিয়ারে রিবেরির সোনালি সময় কাটে বায়ার্নে। ‘বাভারিয়ান’দের হয়ে ১২ বছরে ৪২৫ ম্যাচে ১২৪ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করান ১৮২টি। বুন্ডেসলিগার ৯টি শিরোপার সঙ্গে জেতেন ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স লিগও।

টুইটার বার্তায় সবাইকে ধন্যবাদ জানিয়ে ফুটবলকে বিদায় জানানোর কথা জানান রিবেরি।

তিনি লেখেন, ‘বল থেমে গেছে, কিন্তু অনুভূতিগুলো রয়ে গেছে। দারুণ এই অভিযানের জন্য সবাইকে ধন্যবাদ’।

বায়ার্ন ছাড়ার পর ফিরওরেন্তিনা হয়ে সালেরনিতানায় গত গ্রীষ্মে যোগ দেন তিনি। ১ পয়েন্টের ব্যবধানে দলটির অবনমন এড়ানোয় অবদান রাখেন রিবেরি। কিন্তু লিগের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে রোমার বিপক্ষে হারের পর দলটির হয়ে আর খেলতে নামেননি তিনি। এরপর থেকেই তার অবসরের গুঞ্জন শুরু হয়।

২০০৭ সালে মার্সেই থেকে ১ কোটি ৭০ লাখ পাউন্ডে বায়ার্নে যোগ দেন রিবেরি। ২০০৬ বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স দলের সদস্য ছিলেন তিনি।

বর্ণিল ক্যারিয়ারে তিন বার ফ্রান্সের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া রিবেরি জাতীয় দলের হয়ে ৮১ ম্যাচ খেলে গোল করেন ১৬; অ্যাসিস্ট ২৫টি। পিঠের চোটের কারণে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ মিস করার পর জাতীয় দলকে বিদায় বলে দেন তিনি।

বায়ার্নে সফল ১২টি বছর কাটানোর পর ২০১৯ সালে আরেক ডাচ উইঙ্গার আরিয়েন রবেনের মতো তিনিও ছাড়েন আলিয়াঞ্জ অ্যারেনা।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৪০ পূর্বাহ্ণ | শনিবার, ২২ অক্টোবর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]