সোমবার ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ম্যাচ হেরে যা বললেন শান্ত

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৬ মার্চ ২০২৪ | প্রিন্ট

ম্যাচ হেরে যা বললেন শান্ত

সিরিজ জয়ের মিশনে শুক্রবার শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে খেলতে নেমেছিল বাংলাদেশ। তবে শেষ হাসি হাসতে পারেনি টাইগাররা। লংকানদের কাছে ৩ উইকেটের ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। সিরিজে এখন ১-১ সমতা।

বাংলাদেশের দেওয়া ২৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল না লংকানদের। তবে পাথুম নিশাঙ্কার ১১৪ এবং চারিথ আসালংকার ৯১ রানে ভর করে জয় নিশ্চিত করে শ্রীলংকা। ম্যাচ হারের পর টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লংকান ক্রিকেটারদের কৃতিত্ব দিয়েছেন।

লংকানদের কাছে ম্যাচ হারের পর আফসোস ঝরেছে বাংলাদেশ অধিনায়ক শান্তর কণ্ঠে। ম্যাচশেষে অফিসিয়াল ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দলের ব্যাটারদের প্রশংসা করে বলেন, ‘আমি মনে করি সে (তাওহীদ হৃদয়) সত্যিই ভালো খেলেছে। আমরা তার কাছ থেকে এটাই চাই।’

শান্ত আরো বলেন, ‘সৌম্যও খুব ভালো ব্যাটিং করেছে। এরকম উইকেটে আমি এবং সৌম্য যেভাবে শুরু করেছিলাম। আমাদের আরও একটু বেশি সময় ব্যাটিং করা উচিৎ ছিল। আশা করি পরের ম্যাচে আমরা ভালো কিছু করব।’

একইসঙ্গে শান্ত নিশাঙ্কা এবং আসালংকার প্রশংসাও করেছেন। জানিয়েছেন তাদের ডানহাতি-বাঁ হাতি কম্বিনেশন টাইগার বোলারদের সমস্যা সৃষ্টি করেছিল।

Facebook Comments Box
advertisement

Posted ৩:২৪ পূর্বাহ্ণ | শনিবার, ১৬ মার্চ ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]