নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ | প্রিন্ট
জয়পুরহাটের কালাইয়ের ভেরেন্ডি গ্রামে দিনের বেলায় পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (৩০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার মাত্রাই ইউপির ভেরেন্ডি গ্রামের জাকারিয়া বাবুর বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয়েছে, জেলার মাত্রাই ইউপির একজন পরিচিত ব্যক্তির সহায়তায় ভেরেন্ডি গ্রামের জাকারিয়া বাবুর বাড়িতে কয়েকজন ব্যক্তি প্রবেশ করে। তারা প্রশাসনের লোক পরিচয় দিয়ে ওই বাড়িতে তল্লাশি করতে থাকে। একসময় শয়নকক্ষে স্টিলের আলমারির ড্রয়ারে থাকা ৩ ভরি স্বর্ণ ও নগদ ৮০ হাজার টাকা লুট করে। গৃহকর্তা জাকারিয়া বাবু তাদের এ বিষয়ে জিজ্ঞাসা করলে তারা জানায় জব্দ তালিকা করা হবে। পরে প্রশাসনের মাধ্যমে স্বর্ণ ও টাকা ফেরত দেওয়া হবে।
ভুক্তভোগী জাকারিয়া বাবু বলেন, প্রশাসনের লোক পরিচয় দিয়ে কয়েকজন আমার বাড়িতে এসে তল্লাশি করে ৩ ভরি স্বর্ণ ও নগদ ৮০ হাজার টাকা নিয়ে যায়। পরে বিভিন্ন মাধ্যমে খোঁজখবর নিয়ে জানতে পারি তারা প্রশাসনের কেউ না। এ বিষয়ে কালাই থানায় আইনগত সহায়তা চাওয়া হয়েছে।
কালাই থানার ওসি জাহিদ হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Posted ২:০৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
ajkerograbani.com | Salah Uddin