শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন সুইডেনের রাজকুমারী

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ | প্রিন্ট

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন সুইডেনের রাজকুমারী

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করেছেন সুইডেনের রাজকুমারী ভিক্টোরিয়া। বুধবার দুপুরে ভাসানচর থেকে হেলিকপ্টার যোগে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান তিনি।

এ সময় রাজকুমারীকে কক্সবাজারে স্বাগত জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মাহাফুজুল ইসলাম। এরপর রাজকুমারী ভিক্টোরিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। পাশাপাশি তিনি দাতাসংস্থার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে ক্যাম্প চারে ইউএন ওমেন এবং ইউএনএফপিএ পরিচালিত মাল্টি পারপাস ওমেন্স সেন্টার পরিদর্শনকালে রোহিঙ্গা নারীদের সঙ্গে কথা বলেন তিনি।

দুপুরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে রাজকুমারী ভিক্টোরিয়া যান জলবায়ু উদ্বাস্তুদের জন্য নির্মিত কক্সবাজারের খুরুশকূল আশ্রয়ণ প্রকল্পে। সেখানে বাংলাদেশ সরকারে জলবায়ু উদ্বুদ্ধতের জন্য নির্মিত আশ্রয়ন প্রকল্প ঘুরে দেখেন এবং আশ্রয় নেয়া লোকজনের সঙ্গে কথা বলেন।

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) জন্য শুভেচ্ছা দূত হিসেবে দায়িত্ব পালন করছেন সুইডিশ এই রাজকুমারী। ১৮ মার্চ বাংলাদেশ সফরে আসেন রাজকুমারী।

Facebook Comments Box
advertisement

Posted ২:১৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]