শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কোটি টাকা হাতিয়ে লাপাত্তা: চেতনা’র সভাপতি-সম্পাদক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:   |   সোমবার, ১০ অক্টোবর ২০২২ | প্রিন্ট

কোটি টাকা হাতিয়ে লাপাত্তা: চেতনা’র সভাপতি-সম্পাদক গ্রেফতার

মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা চেতনা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রাজধানীর মিরপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৪ এর অধিনায়ক ডিআইজি মোজাম্মেল হক।

তিনি বলেন, সাভার-আশুলিয়ায় মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের উচ্চ মুনাফার লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নেয় চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। মুনাফার লোভে অনেকেই নিজেদের পেনশনের টাকা, গ্রামের ভিটেবাড়ি বিক্রি করা টাকা ও বিদেশ থেকে কষ্ট করে অর্জিত টাকা ঐ প্রতিষ্ঠানে জমা রাখতেন।

ডিআইজি মোজাম্মেল হক বলেন, ২০০৮ সালে কার্যক্রম শুরুর পর এভাবে অন্তত এক হাজার পরিবারের কাছ থেকে ৩০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। এরপর লাপাত্তা হয়ে যান সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।

এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান এ র‍্যাব কর্মকর্তা।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪৮ পূর্বাহ্ণ | সোমবার, ১০ অক্টোবর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]