বৃহস্পতিবার ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নেত্রকোণায় চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৭ অক্টোবর ২০২২ | প্রিন্ট

নেত্রকোণায় চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নেত্রকোণায় চলছে জেলা পরিষদ নির্বাচনের শান্তিপূর্ণ ভোটগ্রহণ। সোমবার সদর উপজেলা পরিষদের হলরুমে ভোটগ্রহণ পরিদর্শন করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

এ সময় পুলিশ সুপার মো ফয়েজ আহমেদ ও নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল লতিফ শেখসহ বিজিবি ও অন্যান্য বাহিনী পরিদর্শন করেন।

জেলা সদরসহ প্রতি উপজেলা সদরে স্থাপিত ভোটকেন্দ্রে সকাল ৯টা থেকে টানা ২টা পর্যন্ত ইভিএমে এ ভোটগ্রহণ চলবে।
প্রতিটি ভোটকক্ষে রয়েছে সিসিটিভি ক্যামেরা। প্রতিটি কেন্দ্র ইসি কার্যালয়ের মনিটরিং সেল থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এদিকে জেলা পরিষদ নির্বাচনকে উৎসবমুখর এবং সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন করতে সব প্রস্তুতি রয়েছে নির্বাচন কমিশনের।

জেলার ১০টি উপজেলায় ২০টি ভোটকক্ষে ১ হাজার ২১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জেলা পরিষদে চেয়ারম্যান পদে ১টি পদের বিপরীতে প্রার্থী রয়েছেন ৩ জন, সংরক্ষিত ৩টির বিপরীতে ওয়ার্ডের সদস্য প্রার্থী রয়েছেন ১২ জন এবং সাধারণ ওয়ার্ডের ১০টির বিপরীতে সদস্য প্রার্থী রয়েছেন ৪১ জন।

নির্বাচনে ১০ জন প্রিসাইডিং অফিসার, ২০ সহকারী প্রিজাইডিং অফিসার, ৪০ জন পোলিং অফিসার প্রতিটি কেন্দ্রে আনসার, পুলিশ, বিজিবি, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্বে নিয়োজিত রয়েছেন। এছাড়াও প্রতিটি কেন্দ্রে ১ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৮:১৯ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ অক্টোবর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]