শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনা দেশে নারীর মর্যাদা সমুন্নত করছেন: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১২ নভেম্বর ২০২২ | প্রিন্ট

শেখ হাসিনা দেশে নারীর মর্যাদা সমুন্নত করছেন: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, নারীর মর্যাদাকে সমুন্নত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারীদের সমান অংশগ্রহণ ছাড়া কিংবা তাদের পেছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়।

শুক্রবার নওগাঁর পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সারাবিশ্বে নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং লিঙ্গ সমতাকরণের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা করেছেন। আজ বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে নারীরা এগিয়ে এসেছে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু যে আদর্শ নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন- সেই ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে অবশ্যই আমাদের নারী সমাজকে জাগ্রত করতে হবে। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। কাজেই তাদের পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়। উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদের অংশগ্রহণ আছে বলেই দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন- পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি মঞ্জুর মোর্শেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাছিমা খাতুন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) কমলা রানী, ঘাটনগর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছাম্মাৎ বেগম প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ৪:১৩ পূর্বাহ্ণ | শনিবার, ১২ নভেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]