বৃহস্পতিবার ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রোনালদোকে ‘সর্বকালের সেরা’ আখ্যা দিলেন কোহলি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১২ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট

রোনালদোকে ‘সর্বকালের সেরা’ আখ্যা দিলেন কোহলি

কাতার বিশ্বকাপ থেকে খালি হাতেই বিদায় নিতে হয়েছে পর্তুগালকে। একই সঙ্গে নিজের স্বপ্নটাকেও জলাঞ্জলি দিতে হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। কেননা, পরের বিশ্বকাপে রোনালদোর খেলার সম্ভাবনা শুন্যের কোটায়। ক্যারিয়ারে অসংখ্য অর্জনের ভীড়ে একটা অপূর্ণতা থেকেই গেল।

বিশ্বজুড়ে রোনালদোর ভক্তের অভাব নেই। তাদেরই একজন ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি। প্রিয় তারকার এই দুঃসময়ে তার পাশে দাঁড়িয়েছেন কোহলি। রোনালদোকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবেও আখ্যা দিতে কার্পণ্য করেননি এই ক্রিকেটার।

রোনালদোকে আদর্শ মানার কথা কোহলি বেশ কয়েকবারই বলেছেন। পর্তুগিজ ফরোয়ার্ডের থেকে অনুপ্রাণিত হয়ে ফিটনেস নিয়ে আরো সচেতন হয়েছেন এই ডানহাতি ব্যাটার। রোনালদোর খেলা দেখেননি এমন দিন খুব কমই কাটিয়েছেন কোহলি।

রোনালদোর এমন বিদায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদোর উদ্দেশ্যে নিজের মনের কথাগুলো তুলে ধরেন কোহলি। সেখানে কোহলি লেখেন, ‘ফুটবল ও ফুটবল ভক্তদের জন্য আপনি যা করেছেন, তা কোনো ট্রফি বা কোনো পুরস্কার দিয়ে বিচার করা যায় না। ‘

জীবনে রোনালদোর প্রভাবের কথা জানিয়ে কোহলি আরো লিখেন, ‘মানুষের উপর আপনি কতোটা প্রভাব ফেলেছেন কিংবা যখন আপনাকে খেলতে দেখি তখন আমাদের মনে কী চলে, তার ব্যাখ্যা কোনো ট্রফি দিতে পারবে না। এটা সৃষ্টিকর্তার আশীর্বাদ। ‘

বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার শেষে বলেন, ‘এটা সত্যিকার আশীর্বাদ তার জন্য, যে কি-না প্রত্যেকবার মাঠে নিজেকে নিংড়ে দিয়েছে, যেকোনো ক্রীড়াবিদের কাছে কঠিন পরিশ্রম ও অধ্যবসায়ের মূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়ছে। আপনি আমার কাছে সর্বকালের সেরা। ’

বিশ্বকাপে এবার সেরা দল নিয়েও মরক্কোর কাছে ১-০ গোলে হারে পর্তুগাল। আসরে কেবল একটি গোলই করতে পেরেছেন রোনালদো। ঘানার বিপক্ষে সেই গোলটি দিয়েই প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি আলাদা বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েছেন তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ৭:২৯ পূর্বাহ্ণ | সোমবার, ১২ ডিসেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]