বৃহস্পতিবার ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শোবিজ ছেড়ে ধর্মীয় পথে এসে বিয়ে করলেন অভিনেত্রী

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১২ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট

শোবিজ ছেড়ে ধর্মীয় পথে এসে বিয়ে করলেন অভিনেত্রী

শোবিজ অঙ্গন থেকে ধর্মীয় পথে মনোনিবেশের নজির নতুন কিছু নয়। বিশ্বে এমন অনেক তারকাই রয়েছেন যারা ক্যারিয়ারের সেরা সময়ে এসে ইন্ডাস্ট্রি থেকে সরে গেছেন। সেই তালিকায় গত অক্টোবরেই নাম লেখান ভারতের ভোজপুরি চলচ্চিত্র অভিনেত্রী সাহার আফসা।

লাস্যময়ী এই সুন্দরী অভিনেত্রী সেই সময় এক ঘোষণায় জানান, ইসলাম অনুযায়ী জীবনযাপন করবেন তিনি। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন আফসা।

সম্প্রতি এই অভিনেত্রী বিয়ে করেছেন বলে জানিয়েছেন। সোশ্যালে বিশেষ দিনের একাধিক ছবি আপলোড করে জানিয়েছেন এই কথা। বিয়েতে লাল ও ক্রিম রঙের লেহেঙ্গা পরে সেজেছিলেন আফসা।

ধর্মের পথে মনোনিবেশ করায় বিয়ের দিনও হিজাবে সাজিয়ে তুলেছিলেন নিজেকে। ধর্মমনা যুবতী সোশ্যালে লিখেছেন, ‘হিজাব খুবই সুন্দর। তাই একে আরও সুন্দর করে তোলার দায়িত্ব আমাদের। ভালোবাসার সঙ্গে হিজাব পরুন। গর্বের সঙ্গে পরুন। সঠিক সময়ে পরুন।’

অভিনেত্রী আরও সংযোজন করেছেন, ‘মনে রাখবেন, হিজাব আসলে আপনার মুকুট। আল্লাহ আমাকে হিজাব পরার যোগ্য করে পাঠিয়েছেন। এতেই আমি খুশি।’

সাহার আফসা সপ্তাহখানেক আগে প্রি-ওয়েডিং সেলিব্রেশনের ভিডিও আপলোড করেছিলেন সোশ্যালে। সেখানে হাসিমুখে দেখা গেছে তাকে।

এছাড়া মেহেন্দি উৎসবেও ছবি তোলেন অভিনেত্রী। সেই সব ছবিও পোস্ট করতে ভুলেননি তিনি। পোস্ট করে লেখেন, ‘তোমার নামের মেহেন্দি পরলাম।’
এছাড়া নিজের সাজের একাধিক ছবি পোস্ট করেছেন লাস্যময়ী সুন্দরী। পাশাপাশি আইনি বিয়ের সময়ে তোলা ছবিও পোস্ট করেন আফসা।

অভিনেত্রীর স্বামী যখন স্বাক্ষর করছেন, তখন লাজুক মুখে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখা যায় তাকে। সেসব ছবি পোস্ট করে পবিত্র কুরআনের একটি বাক্য জুড়ে দেন। লেখেন, ‘আমরা তোমাদের জোড়ায় বানিয়েছি।’

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩৮ পূর্বাহ্ণ | সোমবার, ১২ ডিসেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]