বুধবার ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পেলের ব্যাপারে ফাঁস হলো যে বিস্ময়কর তথ্য

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট

পৃথিবীর মায়া ছেড়ে পরাপরে পাড়ি জমিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। তার মৃত্যুর পর তাকে নিয়ে আলোচনা চলছে সমানে। তাতে বের হয়ে আসছে নানা অজানা তথ্য। এবার জানা গেলো বিস্ময়কর তথ্য। শুধু খেলোয়াড় নয়, পেলে সাংবাদিক এবং নায়ক-গায়কও ছিলেন।
এমনিই খবর দিয়েছে ব্রাজিল ও স্পেনের কয়েকটি শীর্ষ গণমাধ্যম। স্প্যানিশ বার্তা সংস্থা ইএফই জানিয়েছে, তারা ১৯৭০ বিশ্বকাপে পাঁচটি নিবন্ধ লিখিয়েছিল পেলেকে দিয়ে! তার জীবনের সেই সাংবাদিকতা অধ্যায় সামনে এনেছে সংস্থাটি।

স্পেনের এই বার্তা সংস্থা জানিয়েছে, ২৯ বছর বয়সে এই বার্তা সংস্থার হয়ে কিছু দিন কাজ করেন পেলে। ১৯৭০ সালে মেক্সিকো বিশ্বকাপ চলাকালে কাজ করেন পেলে। তাও নিজ দেশ ব্রাজিল থেকেই।

১৯৬৮ সালে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে প্রথম অফিস নেয় ইএফই। সেটার প্রধান ছিলেন ইলেউতেরিও রোমেরো। এক বছর পর প্রতিষ্ঠানটির পরিচালক কার্লোস মেন্দো পরামর্শ দেন, রোমেরোর উচিত পেলেকে কোনোভাবে সম্পৃক্ত করা।

সেটা মনে ধরে যায় রোমেরোর। তিনি পেলের হোটেলে যান সাক্ষাৎকারের জন্য। সেখানে পেলে এক হাজার ডলার দাবি করেন। তখন রোমেরো তাকে মেক্সিকো বিশ্বকাপে ইএফইর জন্য পাঁচটি নিবন্ধ লেখার প্রস্তাব দেন।

ব্রাজিলিয়ান মহাতারকা এই প্রস্তাবে রাজি হন দুটি শর্তে। প্রথমত প্রতিটি লেখার জন্য এক হাজার ডলার দিতে হবে এবং এটার আয়করও দিতে হবে। রোমেরোর মনে হয়েছিল, এটা খুব খরুচে হয়ে যাচ্ছে। তাও শেষে লেখা প্রতি এক হাজার ডলারে রফা হয়।

আসরে দলগুলোর বিশ্লেষণ নিয়ে পাঁচটি নিবন্ধ লেখেন পেলে। রোমেরো জানান, ইএফই সেগুলো বিক্রি করে ৪০টি গণমাধ্যমে। রোমেরোর ভাষ্য, বার্তা সংস্থাটি দিয়েছিল ৫ হাজার ডলার, আয় করেছিল ৩৫ হাজার ডলার। সেটা ছিলো খুবই সফল।

পেলে অভিনয় করেছেন, গান গেয়েছেন, লিখেছেনও। ব্রাজিল বিশ্বকাপের সময়ই একটা গান লিখে ভালোই সাড়া পেয়েছেন। এছাড়া নিজের দেশে হওয়া অলিম্পিক আসরের জন্যেও আরেকটা গান লিখেছিলেন ‘ফুটবলের রাজা’।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪৬ পূর্বাহ্ণ | শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]