বৃহস্পতিবার ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যার জন্য বেঁচে যায় ঋষভ পান্তের জীবন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষে নিজ বাড়িতে যাওয়ার পথে মারাত্মক গাড়ি দূর্ঘটনার শিকার হন ভারতীয় তারকা ক্রিকেটার ঋষভ পান্ত। উত্তরাখণ্ডের রুরকিতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার মুখোমুখি হন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার। এই যাত্রায় তাকে যিনি উদ্ধার করেন, তিনি একজন বাসচালক।

দুর্ঘটনার সময় পান্তের চালানো মার্সিডিজ গাড়ি থেকে তাকে বের করে আনেন ওই বাসচালক। এরপর তার জন্য একটি অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করে তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। সুশীল মান নামের সেই বাসচালকের বদৌলতেই মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেন পান্ত।

তবে মজার ব্যাপার হলো, ঋষভকে চিনতেন না সুশীল। ভারতীয় এক টিভি চ্যানেলকে সুশীল বলেন, দুর্ঘটনা দেখে আমি সঙ্গে সঙ্গে রাস্তার ধারে বাস দাঁড় করাই এবং ডিভাইডারের দিকে ছুটে যাই। ভেবেছিলাম হয়তো আমার বাসের তলায় চলে আসবে গাড়িটা।

তিনি আরো বলেন, একাধিক বার ওলটপালট খেয়ে তারপর সেটা থামে। গাড়ির জানালা দিয়ে চালকের শরীরের অর্ধেকটা অংশ বেরিয়ে ছিলো। উনি আমাকে বললেন যে, তিনি একজন ক্রিকেটার। তার নাম ঋষভ পান্ত।

সুশীলের ভাষ্য, আমি ক্রিকেট দেখি না। তাই জানি না ঋষভ পান্ত কে। কিন্তু বাসে বাকি যারা ছিল তারা তাকে চিনতে পেরেছিল। পান্তকে বাইরে বার করার পর আমি দ্রুত গাড়িতে খুঁজলাম। পরে তার গাড়ি তল্লাশি করে দেখলাম আর কিছু রয়েছে কিনা।

গাড়িতে যা পেয়েছিলেন সেটাও পান্তকে ফিরিয়ে দিয়েছেন বাসচালক সুশীল। সততার পরিচয় দিয়ে তিনি বলেন, গাড়িতে একটা নীল ব্যাগ খুঁজে পাই, যেখানে সাত-আট হাজার টাকা ছিল। অ্যাম্বুল্যান্সে গিয়ে সেটা পান্তের হাতে তুলে দিই।

এছাড়াও সুশীল জানিয়েছেন, পান্তের কাছে পৌঁছানোর পর গাড়িতে আহত অবস্থায়ই তার মাকে ফোন করতে বলেন ভারতীয় এ ক্রিকেটার। কিন্তু তাতে কাজ হয়নি। কারণ এসময় পান্তের মায়ের ফোন বন্ধ ছিল বলে জানান উদ্ধারকারী বাসচালক।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪২ পূর্বাহ্ণ | শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]