রবিবার ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সমুদ্র থেকে ৩০০০ মিটার নিচে এলিয়েনের রাস্তার সন্ধান

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট

সত্যিই কি এলিয়ন বলে কিছু আছে? আধুনিক যুগে বোধহয় সেই আলোচনাই বহু বিজ্ঞানপ্রেমীদের সবথেকে সেরা পাসটাইম! যদিও বিষয়টি বৈজ্ঞানিক মহলের কাছে বিবেচনার জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময় আমাদের কাছে বিভিন্ন তথ্য আসতে থাকে, যেখানে দাবি করা হয় ভিনগ্রহীদের সম্পর্কে উল্লেখযোগ্য কিছু তথ্য।

কখনো কখনো তা কারও কাছে হাস্যকর ঠেকে, কখনো আবার কেউ তার সিরিয়াস ব্যাখ্যা খুঁজতেও বসে যান। তবে সিরিয়াস হোক বা হোক সে হাস্যকর, যা রটে তার কিছুটা তো বটে। এবার এক অদ্ভুত রঙের ইটের সন্ধান মিলল, যা নিয়ে বিজ্ঞানীমহলে রীতিমতো হইহই রব পড়ে গিয়েছে।

সমুদ্র থেকে ৩০০০ মিটার নিচে ‘হলদে ইটের রাস্তা’-র সন্ধান মিলেছিল। আটলান্টিসের কাছে এই রাস্তা খুঁজে পেয়েছিলেন ইউরাল ফেডারেল ইউনিভার্সিটি (ইউআরএফইউ) এবং ইউনিভার্সিটি অফ টিউবিনজেন (জার্মানি) এর গবেষকরা। সমুদ্র অনুসন্ধানকারী ভেসেল নটিলাস জলতলের এই অদ্ভুত হলদে রঙের রাস্তায় সর্বপ্রথম ধাক্কা খেয়েছিল। ঐ জাহাজটি প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জের ঠিক উত্তরে একটি গভীর সি রিজ অন্বেষণ করছিল। নটিলাস নামক ঐ ভেসেলটি যখন পাপাহানাউমোকুয়াকে মেরিন ন্যাশনাল মনুমেন্ট (PMNM) এর মধ্যে Liliʻuokalani রিজ সার্ভে করছিল, তখনই পরিলক্ষিত হয়েছিল ইটের রাস্তাটি।

PMNM হলো একটি বিশাল সামুদ্রিক সংরক্ষণ এলাকা, বিশ্বের অন্যতম বৃহত্তম। PMNM এতোটাই বড় যে, তার মোট আয়তন মার্কিন যুক্তরাষ্ট্রের সব জাতীয় উদ্যানের থেকেও বেশি। নটিলাস যখন ঐ হলুদ রঙের এই রাস্তায় হোঁচট খেয়েছিল, তখন গবেষকদের মধ্যে একপ্রকার চেয়ার থেকে লাফিয়ে ওঠার উপক্রম হয়েছিল। আর তা যে হওয়ারই কথা। কারণ, সমুদ্রের এতোটা নিচে উদ্ভট হলুদ রঙের রাস্তার সন্ধানের অনুমান কে-ই বা করে থাকেন। নতুন রাস্তা সন্ধান করার পর গবেষকদের অবস্থাটা কেমন হয়েছিল, তার মালুম চলবে তাদের কথোপকথন শুনলেই।

একজন গবেষক বললেন, আতলান্তিস যাওয়ার এটাই রাস্তা। আর একটা কণ্ঠে শোনা গেল, এটা হলুদ ইটের রাস্তা। অন্য একজন যোগ করলেন, সত্যিই কী অদ্ভুত। বিস্ময়-মাখা গলায় তার আরো প্রশ্ন, তুমি কি আমার সঙ্গে মজা করছ? অবাক হয়ে যাচ্ছি আমি! তবে এই কথোপকথনের থেকেও মজাদার বিষয়টি হলো অদ্ভুত ঐ হলুদ রাস্তা দেখার মুহূর্ত কেমন ছিল, তা এখন ইউটিউবে সকলে দেখতে পাবেন। এলিয়েনদের যাতায়াতের পথ বা অন্য কিছু বিরাট অন্বেষণের কথা ভেবে যারা এখনও মাথা চুলকাচ্ছেন, তাদের এবার হয়তো একটু হতাশই হতে হবে। আসলে, আগ্নেয়গিরির পাথরে ফাটলের ফলে এই ধরনের হলুদ ইটের রাস্তা তৈরি হয়।

ইউটিউব ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, এই ৯০ ডিগ্রি ফ্র্যাকচারগুলো সম্ভবত আগ্নেয়গিরির শিলায় উত্তাপ এবং শীতলতা থেকে সৃষ্ট চাপের কারণে তৈরি হয়েছে। দূর থেকে এই ফ্র্যাকচারগুলোকেই মনে হচ্ছে ইট, যা একদমই নয়। অর্থাৎ, এমনটা ভাবার কোনো কারণ নেই যে হলদে ইটের রাস্তাটি এলিয়েনদের যাত্রাপথ।

সূত্র: দ্য মিরর

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪৪ পূর্বাহ্ণ | শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]