শনিবার ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাংনিককে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে বায়ার্ন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ | প্রিন্ট

রাংনিককে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে বায়ার্ন

বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে নিয়োগের ব্যপারে ক্লাবের সঙ্গে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রিয়ান কোচ রাল্ফ রাংনিক। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই বস বলেছেন, আমার সঙ্গে তারা যোগাযোগ করেছে।

কিন্তু এখনো এ ব্যপারে চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি। তিনি এ ব্যপারে বায়ার্নকে কোন ধরনের সবুজ সঙ্কেত দেননি বলে জানিয়েছেন।

অস্ট্রিয়ান একটি অনলাইন আউটলেটে এ সম্পর্কে রাংনিক বলেছেন, ‘আমাকে এই বিষয়টি অস্টিয়ান এফএ’কেও জানাতে হয়েছে। আমার সঙ্গে তাদের সম্পর্কটা বেশ ঘনিষ্ঠ। এখানে নির্ভরতার বিষয়টি মূখ্য।’

ফ্রেব্রুয়ারিতে পারষ্পরিক সমঝোতার ভিত্তিতে বর্তমান কোচ থমাস টুখেলের সঙ্গে এ মৌসুমের পরে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছে বায়ার্ন। এরপর থেকেই তারা নতুন কোচের সন্ধানে রয়েছে।

জার্মানির স্থানীয় গণমাধ্যমের দাবি, বায়ার লেভারকুসেনের কোচ জাবি আলোনসোকে দলে ভেড়াতে চেয়েছিল বায়ার্ন। একইসঙ্গে তারা জার্মান জাতীয় দলের কোচ জুলিয়ান নাগলসম্যানের দিকেও নজর দিয়েছিল।

কিন্তু দুজনই তাদের বর্তমান পদে বহাল থাকার সিদ্ধান্ত জানালে বায়ার্নকে বিকল্প চিন্তা করতে হচ্ছে। রাংনিক অবশ্য স্পষ্ট করে বলেননি তিনি বায়ার্নের চাকরির জন্য রাজি হবেন কি না।

এই মুহূর্তে ইউরোতে অস্ট্রিয়ার কোচ হিসেবে দায়িত্ব পালনকেই তিনি বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন। এ সম্পর্কে সাবেক ইউনাইটেড বস বলেন, ‘আমরা এখন পুরোপুরি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে মনোযোগ দিচ্ছি।’

তিনি আরো বলেন, ‘এখানে আমি খুবই স্বাচ্ছন্দ্যবোধ করছি। এই সময়ে অন্য কোন ক্লাবের সঙ্গে চুক্তির বিষয়ে কোন মন্তব্য করার কোন প্রশ্নই আসে না। আমি এসব নিয়ে ভাবছি না।’

একজন কোচ ও একইসঙ্গে স্পোর্টিং ডিরেক্টর হিসেবে সাম্প্রতিক সময়ে জার্মান ফুটবল ইতিহাসে নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন রাংনিক। ইউনাইটেডে তিনি মাত্র সাত মাস কাজ করেছেন।

৬৫ বছর বয়সী রাংনিক জার্মানির বিভিন্ন ক্লাবে কাজ করেছেন যাদের মধ্যে অন্যতম হলো হ্যানোভার, শালকে, হফেনহেইম, আরবি লিপজিগ ও উলম। শেষের ক্লাবটিকে তিনি প্রথমবারের মত বুন্দেসলিগায় উন্নীত করেছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ২:০৩ পূর্বাহ্ণ | রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]