বৃহস্পতিবার ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাকিবের চোখে ২০২৩ হবে বাংলাদেশ ক্রিকেটের সেরা বছর

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট

ভালো-মন্দ মিলিয়ে ২০২২ সালটা মোটামুটি কেটেছে বাংলাদেশ ক্রিকেট দলের। নতুন বছরকে সামনে রেখে প্রস্তুত হচ্ছেন টাইগাররা। ২০২৩ সালটা বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে বলে মনে করেন টাইগারদের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান।

সাকিব আল হাসানের অভিমত, আসছে বছরটা হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসেরই সেরা বছর। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) সংগঠনের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে রাজধানীর এক হোটেলে জমকালো অনুষ্ঠানে এই কথা বলেন সাকিব।

অনুষ্ঠানে সাকিব আল হাসানকে বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সেরা ক্রীড়াবিদ হিসেবে স্বীকৃতি দেয়া হয়। অনুষ্ঠান শেষে গণমাধ্যমে সাকিব জানিয়েছেন, আসন্ন ২০২৩ সালটা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা বছর হতে যাচ্ছে। তাও তিন ফরম্যাটেই।

সাকিব বলেন, ‘আমি শেষ সংবাদ সম্মেলনে (ভারতের বিপক্ষে সিরিজ শেষে) যেটা বলেছি ২০২৩ সালটা আমি মনে করি আমাদের জন্য, আমাদের ক্রিকেট ইতিহাসের সেরা বছর হবে।’

আসছে বছর দুটো বড় ইভেন্ট আছে বাংলাদেশের সামনে। এশিয়া কাপ ও বিশ্বকাপ। দুটোই ওয়ানডে ফরম্যাট, যাতে আবার বাংলাদেশ শেষ কয়েক বছর ধরেই খেলছে বেশ দাপটের সঙ্গে। তবে বাকি দুই ফরম্যাটেও সাফল্য আসবে বলে সাকিবের বিশ্বাস।

বিশ্বসেরা অলরাউন্ডারের ভাষ্য, ‘এটা আমি বিশ্বাস করি, মনেপ্রাণেই বিশ্বাস করি এমনটা হবে। আর এটা শুধু একটা ফরম্যাটে না, তিনটা ফরম্যাটেই।’ সাকিব যা বলেণ তা করে দেখাতে চেষ্টা করেন। দেখা যাক, আসছে বছর বাংলাদেশের জন্য কি অপেক্ষা করছে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪৮ পূর্বাহ্ণ | শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]