শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নতুন কমিটি নিয়ে দল ও মুক্তিযোদ্ধাদের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৮ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নতুন কমিটি নিয়ে দল ও মুক্তিযোদ্ধাদের ক্ষোভ

বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের গত নভেম্বরে নতুন কমিটি ঘোষণার পর স্থানীয় আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। অনেককেই প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করছেন।

কমিটি নিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধারাও বিস্ময় প্রকাশ করেছেন। তারা বলছেন, যে দুজনকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে, তারা রাজাকার পরিবারের সন্তান।

এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জহুরুল হক মুন্সী বীরপ্রতীক, হেলাল উদ্দিন খান, সাইদুর রহমান, সামছুল হকসহ ১৪ জন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের জামালপুর জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিতভাবে প্রতিবাদ পাঠিয়েছেন। প্রতিবাদের অনুলিপি পাঠিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী, সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক বরাবর।

তারা বলেন, ২৮ নভেম্বর কোনো সম্মেলন ছাড়াই প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে শাহিনা বেগম ও সাধারণ সম্পাদক হিসেবে ইসমাইল হোসেন বাবুল তালুকদারের নাম ঘোষণা করা হয়। অথচ তারা দুজনই যুদ্ধাপরাধীর সন্তান। শাহিনা বেগমের বাবা মরহুম আবদুল কাইয়ুম মুন্সী ১৯৭১ সালে লুটপাট, হত্যা, অগ্নিসংযোগের কারণে যুদ্ধাপরাধ মামলায় তালিকাভুক্ত আসামি ছিলেন। মৃত্যুর কারণে মামলা খারিজ হয়ে যায়। অন্যদিকে ইসমাইল হোসেন বাবুল তালুকদারের বাবা মরহুম মফিজল হক তালুকদার ১৯৭১ সালে দড়িপাড়া, মাঝপাড়া, উত্তর বাজারসহ বিভিন্ন এলাকায় লুটপাট, হত্যা, অগ্নিসংযোগ করেন।

এ ছাড়া তৎকালীন বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হামিদের বাড়িতে অগ্নিসংযোগ ও তার বাড়ির প্রহরী কুব্বাত মিয়াকে অগ্নিকান্ডে নিক্ষেপ করেন। এ দুজনকে বকশীগঞ্জ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক করার নির্দেশ প্রধানমন্ত্রী প্রদান করেছেন বলে আমরা মুক্তিযোদ্ধারা বিশ্বাস করি না।

এদিকে দুই নেতাকে রাজাকারের সন্তান বলায় আটককৃত আওয়ামী লীগের দুই কর্মীর আইনজীবী অ্যাডভোকেট মোকাম্মেল বলেন, আওয়ামী লীগের নতুন কমিটির দুই নেতাকে হেনস্তার অভিযোগে কিছুদিন আগে কামালকে আটক করা হয়েছিল। সব শুনে কোর্ট তাকে জামিন দেন। ইয়াছিনের নাম এফআইআরে না থাকলেও সন্দেহভাজন আসামি হিসেবে গতকাল তাকে আটক করে কোর্টে পাঠায় পুলিশ। কোর্ট জামিন মঞ্জুর করেন।

উল্লেখ যে, বকশীগঞ্জ থানার ওসির বিরুদ্ধে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের হেনস্তার অভিযোগ রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ জানুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]