শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রামুতে ডাকাত শাহীনসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

রামুতে ডাকাত শাহীনসহ গ্রেফতার ২

কক্সবাজারের রামুর শীর্ষ ডাকাত শাহীনুর রহমান প্রকাশ শাহীন ও তার সহযোগী মো. তারেক জিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার রাত ৯টার দিকে বান্দরবানের মেঘলা এলাকা তাদের আটক করা হয়।

আটককৃত শাহীন রামুর গর্জনিয়া ইউপির মাঝির কাটা এলাকার মো.ইসলামের ছেলে ও তারেক জিয়া একই ইউপির ফাক্রিকাটা এলাকার বলে জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব সংবাদ সম্মেলনে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাত শাহীনুর রহমান ও তার সহযোগী মো. তারেক জিয়াকে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল বান্দরবানের মেঘলা থেকে গ্রেফতার করে।

র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃত শাহীনুর রহমান আন্তঃজেলার একজন শীর্ষ ডাকাত। তার বিরুদ্ধে ডাকাতি, মাদক, গরু চোরাকারবারীদের সহযোগিতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তার ভয়ে রামু ও নাইক্ষ্যংছড়ির ৬ ইউপির প্রায় অর্ধলাখ মানুষ জিম্মি হয়ে পড়েছিল। প্রায়ই রাতে রামু উপজেলার গর্জনিয়া ইউপির বিভিন্ন এলাকায় দলবলসহ সশস্ত্র মহড়া দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করতেন।

গত কয়েকদিন ধরে এই চক্রটির ডাকাতি ও অপহরণের ভয়ে স্থানীয়রা এলাকায় রাত জেগে পাহারা দিয়ে আসছিল। গ্রেফতারকৃত শাহীনের বিরুদ্ধে রামু ও নাইক্ষ্যংছড়ি থানায় ৫টি ডাকাতি, ৩টি অস্ত্র, ১টি মাদক, ৪টি হত্যাচেষ্টার মামলা রয়েছে। তিনি একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

Facebook Comments Box
advertisement

Posted ২:৫৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]