শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সালিশ থেকে ফেরার পথে সংঘর্ষ, যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

ময়মনসিংহের নান্দাইলে সালিশ বৈঠক শেষে বাড়ি ফেরার পথে দুইপক্ষের সংঘর্ষে আব্দুর রাজ্জাক নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার রাত ১১টার দিকে নান্দাইল উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের আত্মারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক একই গ্রামের মাইজ উদ্দীনের ছেলে।

জানা যায়, আত্মারামপুর গ্রামের আওয়ালের ছেলে আলম মিয়া বছর খানেক আগে একই উপজেলার খারুয়া ইউনিয়নের জামতলা গ্রামে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এ বিষয়ে সমাধানের জন্য সোমবার রাতে ১০টার দিকে স্থানীয় মধুপুর বাজারে সালিশ বৈঠকে অনুষ্ঠিত হয়। বৈঠকে কোনো সমাধান না হওয়ায় বাড়ি ফিরে আসার পথে আত্মারামপুর গ্রামে উভয়পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় আব্দুর রাজ্জাক প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন। আব্দুর রাজ্জাককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

নান্দাইল মডেল থানার এসআই মোস্তাক আহমেদ জানান, লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:১১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]