সোমবার ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্ত্রী বাইরে আর বাড়িতে পরনারী ডেকে ধর্ষণ, হাকিমির বিরুদ্ধে তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৪ মার্চ ২০২৩ | প্রিন্ট

স্ত্রী বাইরে আর বাড়িতে পরনারী ডেকে ধর্ষণ, হাকিমির বিরুদ্ধে তদন্ত শুরু

নানা কারণে গতবছরে শেষ হওয়া কাতার বিশ্বকাপ ছিল আলোচনায়। যার অন্যতম একটি কারণ, প্রথম আফ্রিকার দেশ হিসাবে সেমিফাইনালে মরক্কোর পা রাখা।

দেশটির সেমিফাইনালে পা দেওয়ার আগেই তারকা খেলোয়াড় হিসেবে খ্যাতি পেয়েছিলেন পিএসজির রাইটব্যাক আশরাফ হাকিমি। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে ২৪ বছর বয়সী এক তরুণী। সেই অভিযোগের ভিত্তিতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

শনিবার তদন্তের বিষয়টি জানায় নান্তেসের প্রসিকিউশন অফিসের এক কমর্কতা। এর আগেই তদন্তের বিষয়টি খবরের শিরোনাম করেছিল ফরাসি সংবাদপত্র ‘লু পারিজিয়াঁ’।

তাদের সেই প্রতিবেদনে বলা হয়েছিল, ‘গত রোববার ২৪ বছর বয়সী এক নারী পুলিশের কাছে অভিযোগ করে যে তিনি ধর্ষণের শিকার হয়েছেন। এরপরই তদন্ত শুরু হয়।’

ধর্ষণের অভিযোগের বিষয়টি জানতে হাকিমির সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ইংলিশ সংবাদ মাধ্যম রয়টর্স। তাতে সাড়া মেলেনি। এমনকি ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে তারা। কিন্তু কিছু হয়নি।

এদিকে জানা গেছে, পুলিশের নজরদারিতে আছেন হাকিমি। প্রসিকিউশন অফিসের এক কর্মকর্তা বলেন, ‘ধর্ষণের শিকার’ নারীর সঙ্গে কোনোরকম যোগাযোগও করতে পারবেন না এ ফুটবলার।

উল্লেখ্য, এই তদন্তে নেতৃত্ব দিচ্ছে প্যারিসের শহরতলির নান্তেসের প্রসিকিউটর অফিস। তারা জানায়, দুবাইয়ে হাকিমির স্ত্রী ও সন্তান ছুটি কাটানোর ফাঁকে বোলেন-বিলান কোর্টের নিজ বাড়িতে সেই নারীকে আমন্ত্রণ জানিয়েছিল হাকিমি।

পরবর্তীতে যৌন মিলনে সম্মত না হওয়ায় মারধরের পর তাকে ধর্ষণ করেন পিএসজির রাইটব্যাক। এমনই অভিযোগ করেছেন সেই নারী।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৩৯ পূর্বাহ্ণ | শনিবার, ০৪ মার্চ ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]