শুক্রবার ১লা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

এক ইলিশের দাম ৬ হাজার

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৯ মার্চ ২০২৩ | প্রিন্ট

রাজবাড়ী গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে ১ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ধরা পড়েছে।

বুধবার সকালে নিলামের মাধ্যমে ৩ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ৬ হাজার ৮০ টাকায় মাছটি কিনে নেন দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা। এর আগে ভোরে দৌলতদিয়ার ৬ ও ৭ নম্বর ফেরিঘাটের মাঝ পদ্মায় ইলিশটি ধরা পড়ে।

জানা যায়, অন্তারমোড় এলাকার জেলে মোমিন ও জমিরসহ তার সঙ্গীর‌া দৌলতদিয়া ৬ ও ৭ নম্বর ফেরি ঘাটের মাঝা নদীতে জাল ফেলেন। ভোরে জাল টেনে তুলতেই দেখেন বড় আকৃতির একটি ইলিশসহ বেশ কিছু মাছ ধরা পড়ে। তারা সকালে ৬ হাজার ৮০ টাকায় মাছটি বিক্রি করেন দৌলতদিয়ার আড়তে।

মাছ ব‌্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, পদ্মার সব ধরনের ছোট বড় মাছ কিনে দেশের বিভিন্নস্থানে পাঠাই। আজ আড়ৎ থেকে প্রায় ২ কেজি সাইজের একটি ইলিশ ৩ হাজার ২০০ টাকা কেজি দরে কিনেছি। এখন সামান্য লাভে মাছটি বিক্রির জন্য যোগাযোগ করছি। আশা করছি দুপুরের মধ্যে বিক্রি হয়ে যাবে। আরো একটি ইলিশ আজ কিনেছি ৯০০ গ্রাম ওজনের।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৩৬ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ মার্চ ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]