শুক্রবার ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদপুরে জাটকা ধরায় ২১ জেলে আটক, ১১ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০২ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

চাঁদপুরে জাটকা ধরায় ২১ জেলে আটক, ১১ জনের কারাদণ্ড

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ২১ জেলেকে আটক করেছে জেলা টাস্কফোর্স। এর মধ্যে ১১ জেলেকে ১ মাস করে কারাদণ্ড এবং ১০ জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেশকাতুল ইসলাম।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন মো. জাহাঙ্গীর (২১), মো. মোস্তফা (৩৬), জাকির হোসেন (৩২), মো. বিল্লাল (২৯), উজ্জল (২৫), বোরহান (২২) মো. উজ্জল (২২), সোলায়মান (২৯), ফরহাদ (২০), রহমত উল্লাহ বেপারী (৩২) ও ভুট্টো দেওয়ান (২০)। এসব জেলেদের বাড়ি চাঁদপুর ও শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকায়।

অভিযানে অংশগ্রহণকারী চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, বিকাল ৪টা থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেশকাতুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় কোস্টগার্ড চাঁদপুরের পেটি অফিসার মনির হোসেন, কোস্টগার্ড ও নৌ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে ২০ হাজার মিটার কারেন্ট জাল, ১০ কেজি জাটকা ও চারটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়, জাটকা গরিবদের মধ্যে বিতরণ করা হয়েছে। জব্দকৃত নৌকাগুলো কোস্টগার্ডের হেফাজতে রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ২:৫৫ পূর্বাহ্ণ | রবিবার, ০২ এপ্রিল ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]