মঙ্গলবার ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভাশুরের ‘বিশেষ অঙ্গ’ কাটলেন গৃহবধূ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১০ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

ভাশুরের ‘বিশেষ অঙ্গ’ কাটলেন গৃহবধূ

বগুড়ার শেরপুর উপজেলায় ধর্ষণ থেকে বাঁচতে ভাশুরের ‘বিশেষ অঙ্গ’ কেটে দিয়েছেন এক গৃহবধূ।

গতকাল রোববার ঘটনাটি ঘটেছে উপজেলার খানপুর ইউপির দহপাড়া গ্রামে। ওইদিন রাতেই ভুক্তভোগী নারীর ধর্ষণচেষ্টার মামলায় অভিযুক্ত ভাসুর করিম প্রামাণিককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত করিম প্রামাণিক উপজেলায় খানপুরের দহপাড়া গ্রামের মৃত আফসারের ছেলে। বর্তমানে তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন।

জানা যায়, রোববার সকালে বাড়ির পার্শ্ববর্তী দেবনতুর মাঠে ভুট্টাখেতে ঘাস কাটতে যান ওই গৃহবধূ। এ সময় তার ভাশুর করিম তাকে ধর্ষণচেষ্টা করেন। এ সময় তিনি তার কাছে থাকা ব্লেড দিয়ে করিমের ‘বিশেষ অঙ্গ’ কেটে দেন। এতে তিনি আহত হয়ে পালিয়ে যান। পরে সন্ধ্যায় ওই গৃহবধূ থানায় ধর্ষণচেষ্টার মামলা করলে তাকে গ্রেফতার করে পুলিশ।

ভুক্তভোগী গৃহবধূ জানান, করিম প্রামাণিক তার স্বামীর বড় ভাই। অভিযুক্ত করিম অনেক দিন থেকে তাকে কু-প্রস্তাব দিচ্ছিলেন। এর আগে কয়েকবার তাকে ধর্ষণের চেষ্টা করেছেন। বিষয়টি তিনি তার স্বামী ও স্বজনকে জানলে কেউ তার কথা বিশ্বাস করেননি। বরং তাকেই দোষারোপ করেছেন। এ জন্য তিনি সব সময় আতঙ্কে থাকতেন ও আত্মরক্ষার জন্য কাছে সব সময় একটি ব্লেড রাখতেন।

শেরপুর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুস সালাম বলেন, সন্ধ্যায় আসামিকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জিয়া মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠান। বর্তমানে তাকে পুলিশ প্রহরায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেরপুর থানার ওসি আতাউর রহমান খোন্দকার বলেন, চিকিৎসা শেষে আসামিকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৫৬ পূর্বাহ্ণ | সোমবার, ১০ এপ্রিল ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]