রবিবার ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পার্বত্য চট্টগ্রামের সর্বত্র উড়ছে শান্তির পায়রা: বীর বাহাদুর উশৈসিং

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

পার্বত্য চট্টগ্রামের সর্বত্র উড়ছে শান্তির পায়রা: বীর বাহাদুর উশৈসিং

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, পার্বত্য চট্টগ্রামে সর্বত্র উড়ছে শান্তির পায়রা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে আজ পাহাড়ের সব নৃ-গোষ্টি শান্তিতে আছে। পাহাড়ি বাঙালি সম্প্রীতির বন্ধনে বসবাস করছে।

শুক্রবার নাইক্ষ্যংছড়ি চাক হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত চাক সম্মেলনে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, নাইক্ষ্যংছড়ির দুই ইউনিয়নে বসবাসরত চাক সম্প্রদায় আজ অনেক এগিয়ে। হয়তো চাকদের এ সম্মেলন হবে তাদের প্রথম আনুষ্ঠানিক জাতীয় সম্মেলন। এতে তাদের নানা সুযোগ-সুবিধা, সমস্যা ও অধিকার নিয়ে তারা যা বলেছেন তার সবটুকু পূরণ করা হবে।

সম্মেলনে অন্যদের মাঝে বক্তব্য রাখেন- বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, জেলা আওয়ামী লীগের সদস্য তসলিম ইকবাল চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য আবু তাহের কোম্পানি, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফি উল্লাহ প্রমুখ।

সম্মেলনে সভাপতিত্ব করেন চাক সম্প্রদায়ের কৌটা ভিত্তিক জেলা পরিষদ সদস্য ক্যানু ওয়ান চাক।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩০ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]