রবিবার ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে রেশন বিক্রির নামে প্রতারণা, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৯ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

রাজধানীর মিরপুরের শাহআলী মাজার এলাকায় কম দামে সরকারি রেশনের মালামাল বিক্রির নামে প্রতারণার অভিযোগে এনামুল হক মনির (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার তাকে গেফতার কারা হয়। পুলিশ বলছে, মনির ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা করতেন। তিনি নেত্রকোনার পূর্বধলার মাথাং দক্ষিণপাড়ার মৃত আবদুর রহমানের ছেলে।

শাহআলী থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ১৪ এপ্রিল মনির নিজেকে ডিবি পুলিশের এএসআই পরিচয় দিয়ে ভুক্তভোগীকে ভিজিটিং কার্ড দেন এবং পুলিশের আইডি কার্ড দেখান। কথাবার্তার একপর্যায়ে তাকে জানান, তার কাছে প্রায় ৪ টনের মতো রেশনের ডাল, চিনি ও তেল আছে। মালগুলো বিক্রি করতে চান। বিনিময়ে তাকে লভ্যাংশ দেবেন। মালামাল দোকানে ডেলিভারি দেওয়ার পর তাকে লভ্যাংশ দিয়ে বাকি টাকা তিনি নিয়ে যাবেন বলে জানান।

তিনি আরো জানান, পরদিন ফোন করে জানান, ঈদের আগে ডেলিভারি নেয়ার সময় রেশন স্টোর ইনচার্জকে কেজিপ্রতি ১২০ দরে ১ লাখ ৮০ হাজার টাকা দিতে হবে। তার কাছে দেড় লাখ টাকা আছে, আরো ৩০ হাজার টাকা লাগবে। সে টাকা দিলে তিনি মালগুলো ডেলিভারি দিতে পারবেন। কথামতো ভুক্তভোগী বিকাশে ৩০ হাজার টাকা পাঠান। এরপর মালামাল চাইলে মনির টালবাহানা শুরু করেন। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মনিরকে গ্রেফতার করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৪৪ পূর্বাহ্ণ | শনিবার, ২৯ এপ্রিল ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]