বৃহস্পতিবার ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্ষীণ দৃষ্টি দমাতে পারেনি খাদিজাকে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০১ মে ২০২৩ | প্রিন্ট

ক্ষীণ দৃষ্টি দমাতে পারেনি খাদিজাকে

চাঁপাইনবাবগঞ্জে শ্রুতি লেখকের সহায়তা নিয়ে রোববার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর নাম খাদিজাতুল কুবরা। সদর উপজেলার বালিয়াডাঙ্গা শ্রীরামপুর গ্রামের খাদিজা জন্মগত ভাবেই ক্ষীণদৃষ্টি সম্পন্ন। চোখের ক্ষীণ দৃষ্টি দমাতে পারেনি খাদিজাকে, বাবা-মা ও শিক্ষকদের উৎসাহ ও সহযোগিতায় চলেছে পড়ালেখা।

রোববার (৩০ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কুলের শিক্ষার্থী খাদিজার পরীক্ষা কেন্দ্র ছিলো চাঁপাইনবাবগঞ্জ শহরের গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ে।

পরীক্ষা শেষে কেন্দ্রের ভাইরে খাদিজা জানান, পরীক্ষার প্রশ্ন যে খুব সহজ তেমন নয়, আবার কঠিন তেমনও নয়, মোটামুটি ভালোই ছিলো। লেখার মতই প্রশ্ন হয়েছে। পরীক্ষা ভালো হয়েছে বলেও জানান খাদিজা।

খাদিজাকে লেখায় সহযোগিতা করেছে মাসিদুর রহমান নিশান, সে শহরের হরিমোহন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীতে অধ্যায়নরত।

নিশান জানান, তাকে যা লিখতে বলা হয়েছে, তাই সে লিখে গেছে। ২০ মিনিট অতিরিক্ত দেয়া হলেও তাদের সেই সময়েই আগেই সব প্রশ্নের উত্তর লেখা শেষ হয়ে গিয়েছিলো।

গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা খাতুন জানান, শ্রুতি লেখকের সহায়তায় পরীক্ষা দেয়া খাদিজা নিয়ম অনুয়ায়ী ২০ মিনিট অতিরিক্ত সময় দেয়া হচ্ছে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষার প্রথম দিন ১৮ হাজার ৭৭৫ জন পরিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ৩৪১জন।

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খান জানান, চাঁপাইনবাবগঞ্জে ২৯ টি কেন্দ্রে সুন্দরভাবে প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে। একজন প্রতিবন্ধী পরিক্ষার্থী শ্রুতি লেখকের সহযোগিতা নিয়ে পরীক্ষায় অংশ নিয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ২:০৬ পূর্বাহ্ণ | সোমবার, ০১ মে ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]