রবিবার ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চলছে ইলিশ ধরা… কেনার আগে যেভাবে বুঝবেন তা টাটকা কিনা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০২ মে ২০২৩ | প্রিন্ট

চলছে ইলিশ ধরা… কেনার আগে যেভাবে বুঝবেন তা টাটকা কিনা

দেশে ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞা উঠে গেছে রোববার (৩০ এপ্রিল) মধ্যরাতে থেকে। এরপরই দীর্ঘ দুই মাসের বিরতি শেষে ইলিশ ধরতে নেমেছেন উপকূলীয় অঞ্চলের জেলেরা।

উল্লেখ্য, জাটকা সংরক্ষণের জন্য ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস দেশের ৬টি জেলার ৫টি অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। মৎস্য অফিস বলছে, এবারের অভিযান প্রায় শতভাগ সফল হয়েছে। গত বছরের তুলনায় এ বছর জেলায় ৪০ হাজার মেট্রিক টন ইলিশ উৎপাদন বৃদ্ধি পাবে।

এ ইলিশ মাছের নাম শুনেই চোখে ভেসে উঠছে গরম গরম ইলিশ মাছ ভাজা, সরষে ইলিশ, বা ইলিশের হরেক রকম রেসিপি। এ এমন এক দুর্বলতা, যা অন্য কিছু দিয়ে পূরণ করা সম্ভব নয়।

তবে বাঙালীর প্রিয় এ ইলিশ মাছেও আজকাল ভেজাল ঢুকে গেছে। ফর্মালিন দেওয়া ইলিশকে তাজা বানিয়ে বিক্রি করে অসাধু ব্যবসায়ীরা নিজের পকেট পুরছে। কোনো কোনো বিক্রেতা তো আবার ইলিশের নাম করে ভিন্ন প্রজাতির মাছও গছিয়ে দেয় ক্রেতার কাছে। আসলে তাজা ইলিশ মাছ কেনার সময় কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। আজকে আলোচনা করব টাটকা ইলিশ মাছ চেনার কয়েকটি কৌশল নিয়ে-

(১) রং খেয়াল করুন: যেহেতু ইলিশের রং চকচকে রুপালী, সেহেতু এর গায়ের রং দিয়েই বিচার করুন এটা তাজা না বাসি। ইলিশ মাছ নদীতেও থাকে আবার সাগরেও থাকে। নদীর ইলিশ সাগরের ইলিশের তুলনায় বেশি উজ্জ্বল হয়। রং যত বেশি উজ্জ্বল হবে তত বোঝা যাবে ইলিশ টাটকা এবং সুস্বাদু। সাধারণত টাটকা ইলিশের রং উজ্জ্বল রুপালী হয়, পাখনা লাল হয়, গায়ে সামান্য গোলাপী আভা থাকে, এবং এর পিঠের কালো অংশ কাজলের কালো রংয়ের মতো হয়। কিনতে গিয়ে যদি রংয়ের বৈসাদৃশ্য দেখেন, তাহলে বুঝবেন মাছটি বাসি বা পঁচা। সুপার শপে থাকা ইলিশের গায়ে যদি লালচে, হলদে, বা অন্য রঙের আভা দেখা যায় তাহলে বুঝবেন ঐ ইলিশ বহুদিনের বাসি।

(২) আকার ও ওজন দেখে নিন: টাটকা ইলিশ যথেষ্ট প্রশস্ত থাকে। তা ওজনেও ভারী হয়। অর্থাৎ মাছের আকার এবং ওজনে সাদৃশ্য থাকে। বাসি, পঁচা, বা কেমিক্যাল দেওয়া ইলিশে কেমন একটা চুপসানো ভাব থাকে। তাজা অবস্থার মতো প্রশস্ত হবে না। আর দেখতে যতই বড় লাগুক না কেন, ওজনে কম আসবে।

(৩) ফুলকা বা কানকো দেখে নিন: ইলিশ কিনতে গেলে এর ফুলকা দেখে নেবেন। তাজা ইলিশের ফুলকা তাজা রক্তের মতো লাল হয়, এতে পিচ্ছিলতা বা স্লাইমি ভাব থাকে। বাসি ইলিশের ফুলকা উজ্জ্বল লাল হবে না। হবে ধূসর কিংবা বাদামী রংয়ের। বিক্রেতারা অনেক সময় মাছ তাজা দেখানোর জন্য ফুলকাতে রং করে থাকেন। এই ব্যাপারটায় সতর্ক থাকবেন।

(৪) মাছের চোখ খেয়াল করুন: ফুলকার মতো চোখও তাজা ইলিশ চেনার আরেকটি উপায়। টাটকা ইলিশ মাছের চোখ স্বচ্ছ, নীল, বা উজ্জ্বল রংয়ের হয়। কিন্তু বাসি ইলিশের চোখে এই সতেজতা পাবেন না। মাছ ধরার পর যত সময় যাবে তত চোখ মৃত ও ঘোলাটে রংয়ের হয়। মাছ ব্যবসায়ীরা ফর্মালিন দিয়ে মাছের শরীর তাজা রাখতে পারলেও মাছের চোখ তাজা রাখতে পারেন না। ফর্মালিন দেওয়া ইলিশের চোখে প্রাণবন্ত ভাবটি থাকে না। কখনো কখনো মাছ ব্যবসায়ীরা হিমাগারে ইলিশ সংরক্ষণ করে থাকেন। আবার বড় বড় সুপার শপেও ফ্রোজেন ইলিশ মাছ বিক্রি হয়। যদি দেখেন মাছের চোখ ভেতরের দিকে ঢুকে আছে তাহলে বুঝবেন মাছটি ফ্রোজেন। এমন মাছ কিনবেন না।

(৫) মাছের মুখের আকৃতি দেখুন: ইলিশ মাছের মুখ সাধারণত সরু হয়। পেটের থেকে মুখের দিকে ক্রমশ সরু হয়ে তীরের ফলার মতো দেখায়। তাজা ইলিশের মুখ সরু থাকবে। মনে রাখবেন, যে ইলিশের মুখ যত সরু সে ইলিশ তত টাটকা এবং খেতে সুস্বাদু। তাই কেনার সময় সরু মুখের ইলিশ কিনবেন। মুখ ভোঁতা হলে সেই ইলিশ কেনা থেকে বিরত থাকুন।

(৬) মাছের গায়ে হাত দিয়ে দেখুন: টাটকা ইলিশের গায়ে হাত দিয়ে পরীক্ষা করে দেখবেন। সদ্য ধরা ইলিশ শক্ত থাকে। বাজারে যদি মাছ বিক্রেতা বাঁকা অবস্থায় ইলিশ রাখে তাহলে বুঝবেন মাছটি তাজা। বাসি ইলিশ নরম হয়ে যায়, মাছের গায়ে হাত দিয়ে টিপে বুঝতে পারবেন। আরেকটা কাজ যেটা করতে পারেন সেটা হলো, মাছ হাতে তুলে নিন। হাতে নেয়ার পরে যদি দেখেন মাছের মাথা ও লেজ ঝুলে গেছে তাহলে বুঝবেন মাছটি অনেক পুরনো। কিন্তু মাথা ও লেজ স্থির, শক্ত থাকলে সেটি তাজা ইলিশ মাছ।

(৭) মাছের গন্ধ খেয়াল করুন: যদিও মাছের গন্ধ এমনিতে আঁশটে, তবুও তাজা মাছ আর বাসি-পঁচা মাছের গন্ধ আলাদা। নদীর ইলিশের গন্ধ হয় জলের মতো, অনেক সময় সেটি শসার গন্ধের সঙ্গে মিলে যায়। আবার ইলিশ যদি সামুদ্রিক হয় তাহলে গন্ধ সমুদ্রের মতো হবে। কিন্তু বাসি-পঁচা ইলিশ মাছ থেকে উদ্ভট, বিদঘুটে গন্ধ ছড়াবে। যে মাছ থেকে এমন গন্ধ বেরোবে সেই মাছ অবশ্যই কিনবেন না।

(৮) কাটা ইলিশ কেনার সময়ে সতর্ক থাকুন: কাঁচা বাজারে বা সুপার শপে অনেক সময় ইলিশ মাছ ভাগা হিসেবে বিক্রি হয়। যদি অগে থেকে কেটে রাখা ইলিশ মাছ কিনতে চান তাহলে মাছের রং খেয়াল করুন। তাজা ইলিশের মাংস উজ্জ্বল রংয়ের হবে। রং বিবর্ণ বা ভিন্ন হলে বুঝবেন মাছটি বাসি হয়ে গেছে বা পঁচে গেছে। আবার বাজারে যে ট্রেতে করে ইলিশ মাছের ভাগা সাজানো আছে সেই ট্রেটি লক্ষ্য করুন। মাছের আশেপাশে সাদা বা ফ্যাকাশে রংয়ের পানি থাকলে সেই মাছ কিনবেন না। যদি মাছের চারদিকে স্বচ্ছ পানি থাকে তাহলে সেই ইলিশ টাটকা।

এবার হয়তো আর ঠকবেন না প্রিয় ইলিশ কিনে!

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০২ মে ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]