শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রবাসী ব্যবসায়ীদের দেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৮ মে ২০২৩ | প্রিন্ট

প্রবাসী ব্যবসায়ীদের দেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রোববার (৭ মে) লন্ডনে প্রবাসী ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান তিনি।

ব্রিটেনে ১০ লাখের বেশি প্রবাসী বাংলাদেশির বসবাস। এরমধ্যে একটি বড় অংশ ব্যবসা-বাণিজ্যসহ অর্থনীতির বিভিন্ন খাতে শক্ত অবস্থান নিয়েছে দেশটিতে। কেউ কেউ আবার বিনিয়োগ করছেন অন্য দেশেও।

লন্ডন সফরে এসে প্রবাসী ব্যবসায়ীদের সঙ্গে সৌজন্য স্বাক্ষাতে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। মোমেন বলেন, ৭৪ শতাংশ ব্যবসায়ী মনে করে ইনভেস্টমেন্টের জন্য বাংলাদেশ হচ্ছে উপযুক্ত জায়গা।

এদিকে, বিভিন্ন দেশের পেশাগত দক্ষ প্রবাসীর ডাটাবেস সংগ্রহ করার চেষ্টা চলছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

 

তিনি বলেন, প্রবাসীরা চাইলে হাইটেক পার্কগুলোর জন্য বিশেষ জোনও করা যেতে পারে। সরকার বাংলাদেশকে বিশ্বের ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে চায় বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

মোমেন বলেন, প্রবাসীরা চাইলে আমরা একেকটা ইন্টার জোন প্রবাসীদের জন্য বরাদ্দ করতে পারি।

লন্ডনে বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডন্টে সাইদুর রহমান রেনু, উপদেষ্টা শাহগীর বখত ফারুক, সাবেক সভাপতি বশির আহমেদসহ আরও অনেকে।

Facebook Comments Box
advertisement

Posted ২:৫৭ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ মে ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]