মঙ্গলবার ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জেলেদের ফিরিয়ে আনতে ভোলায় কোস্টগার্ডের মাইকিং

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১২ মে ২০২৩ | প্রিন্ট

জেলেদের ফিরিয়ে আনতে ভোলায় কোস্টগার্ডের মাইকিং

ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে গভীর সাগর ও সাগর মোহনায় মাছ শিকার করতে যাওয়া ভোলার জেলেদের নিরাপদে বাড়ি ফিরে আনার জন্য মাইকিং ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন জেলার কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

শুক্রবার (১২ মে) সকাল থেকে ভোলা সদর উপজেলার তুলাতুলি মেঘনা নদীর তীর ও বিভিন্ন মৎস্য ঘাটে এ প্রচারণা চালানো হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লে. এম হাসান মেহেদী জানান, ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় কোস্টগার্ডের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তুতি নেয়া হয়েছে। গভীর সাগর ও সাগর মোহনায় মাছ শিকার করতে যাওয়া জেলেদের আড়তদার ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তাদের নিরাপদে তীরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। এ ছাড়া বিভিন্ন মৎস্য ঘাট এবং মেঘনা ও তেঁতুলিয়া নদীর তীরে গিয়ে তারা সচেতনতামূলক মাইকিং করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

তিনি আরও জানান, উপকূলে ঝুঁকিতে থাকা মানুষদের নিরাপদ স্থানে নিয়ে আসার জন্যও কোস্টগার্ড কাজ করবে। এ ছাড়াও দুর্যোগের আগে, দুর্যোগকালীন ও তার পরে মানুষকে চিকিৎসার জন্য মেডিকেল টিম ও শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ১২ মে ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]