সোমবার ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদপুর থেকে লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৩ মে ২০২৩ | প্রিন্ট

চাঁদপুর থেকে লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোখা’ ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসতে থাকায় চাঁদপুর-ঢাকা, চাঁদপুর-নারায়গঞ্জসহ সব রুটের লঞ্চ ও নৌযান চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)।

শুক্রবার (১২ মে) মধ্যরাত থেকে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধের এই নির্দেশ দেয়া হয়।

চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা শাহাদাত হোসেন এই তথ্য নিশ্চিত করে বলেন, বিআইডব্লিউটিএ পরিচালকের নির্দেশে শুক্রবার (১২ মে) রাত থেকে পরবর্তী নির্দেশ না দেয়ার আগ পর্যন্ত ঢাকা-চাঁদপুর, চাঁদপুর-নারায়ণগঞ্জ, ঢাকা চাঁদপুর ভায়া শরীয়তপুর, মজু চৌধুরীর হাট (লক্ষীপুর)- ইলিশা ঘাট (ভোলা) নৌপথের সব ধরনের লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

হঠাৎ করে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করায় নৌপথে চলাচলকারী মানুষজন চরম দুর্ভোগে পড়েছেন। এতে অনেককেই চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে ফিরে যেতে হয়।

নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, ঘূর্ণিঝড় ‘মোখা’ সার্বিক পরিস্থিতি দেখে নৌপুলিশের প্রত্যেক থানা ও পুলিশ ফাঁড়ির সদস্যরা সক্রিয়ভাবে লঞ্চ টার্মিনালে ও উপকূলীয় এলাকায় প্রস্তুত রয়েছে। একই সঙ্গে যাত্রীবাহী লঞ্চ ও ছোট ছোট নৌযান নিরাপদে থাকার জন্য সতর্কতামূলক প্রচারণা চালানো হচ্ছে বলেও জানান তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ৩:০৪ পূর্বাহ্ণ | শনিবার, ১৩ মে ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]