শনিবার ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্ত্রীর পেটে স্বামীর ইয়াবা, অতঃপর…

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৫ মে ২০২৩ | প্রিন্ট

স্ত্রীর পেটে স্বামীর ইয়াবা, অতঃপর…

নোয়াখালীতে পেটের ভেতরে করে ২৪৫০ ইয়াবা বহনকালে নাজু আক্তার নামে এক গৃহবধূকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় তার স্বামী মো. এরশাদুল আলমকেও আটক করা হয়।

রোববার সন্ধ্যায় জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার বিকেলে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী মিয়ারপুল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত এরশাদুল আলম কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম শিকদার-লিচুয়াপ্রাং গ্রামের মো. অলি আহমেদের ছেলে ও নাজু আক্তার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের মৃত অলি আহমেদের মেয়ে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে বিশেষ কায়দায় একটি ইয়াবার চালান নোয়াখালীতে আসছে। এমন খবরে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী মিয়ারপুল এলাকায় অবস্থান নেন মাদকদ্রব্য অধিদফতরের সদস্যরা। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শাহী পরিবহন নামে একটি বাসের গতিরোধ করা হয়। পরে ওই গাড়িতে তল্লাশি চালিয়ে এরশাদুল আলম ও নাজু আক্তারকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা পেটের ভেতরে ইয়াবা বহন করার কথা স্বীকার করেন। পরে তাদের মাইজদীর মা ও শিশু হাসপাতালে ভর্তির পর এক্সরে করেন চিকিৎসক। পরে ওষুধ সেবন করিয়ে পায়ুপথ দিয়ে বের করা হয় ২ হাজার ৪৫০ ইয়াবা।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারির সঙ্গে জড়িত ওই দম্পতি। তাদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

Facebook Comments Box
advertisement

Posted ৩:২২ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ মে ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]