সোমবার ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জগন্নাথে আইন নিয়ে পড়তে চান গুচ্ছে প্রথম হওয়া সিসরাত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৪ মে ২০২৩ | প্রিন্ট

জগন্নাথে আইন নিয়ে পড়তে চান গুচ্ছে প্রথম হওয়া সিসরাত

গুচ্ছভুক্ত দেশের ২২টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছে। এতে ৯৩.২৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সিসরাত জাহান। আইন বিভাগে লেখাপড়া করার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।

সিসরাত কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ ৫ পেয়ে উচ্চ মাধ্যমিক পাস করেছেন। গুচ্ছ ভর্তি পরীক্ষায় তার কেন্দ্র ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।

প্রথম হওয়ার অনুভূতি প্রকাশ করে সিসরাত জাহান বলেন, ‘প্রথম হওয়ার খবর শুনে অন্যরকম ভালোলাগা কাজ করেছে। প্রথমে বাবাকে, তারপর মাকে জানিয়েছি। পরিশ্রম সার্থক হয়েছে।’

সিসরাত আরো বলেন, ‘আমার প্রথম লক্ষ্য ছিল ভালো নম্বর অর্জন করে উত্তীর্ণ হওয়া। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা আমি পেরেছি। এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই। বিষয় নিয়ে সেভাবে ভাবিনি। প্রথম সারির বিষয়ের মধ্যে আইন বিভাগে পড়ার আগ্রহটা বেশি। তবে ইংরেজিও আমার পছন্দের তালিকায় রয়েছে।’

সিসরাতের বাড়ি কুড়িগ্রাম সদরের সেবা ক্লিনিকের সামনে। বাবা বাদল আহমেদ কুড়িগ্রামের বিশিষ্ট ব্যবসায়ীদের একজন। তিন বোনের মধ্যে সিসরাত সবার ছোট। বড় বোন ইসরাত জাহান জ্যোতি ১৪তম জুডিশিয়ারি পরীক্ষায় সারাদেশে তৃতীয় স্থান অধিকার করে দিনাজপুরে কর্মরত। মেজো বোন নুসরাত জাহান জুই, পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:১৯ পূর্বাহ্ণ | বুধবার, ২৪ মে ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]