বুধবার ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মে মাসে সড়কে ঝরল ৬৩১ প্রাণ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩ | প্রিন্ট

মে মাসে সড়কে ঝরল ৬৩১ প্রাণ

সড়ক দুর্ঘটনা দিন দিন দেশে একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কোনোভাবেই এটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সেই সঙ্গে কমছে না সড়কে মৃত্যুর সংখ্যাও।

চলতি বছরের মে মাসে সারা দেশে সড়কপথে ছোট-বড় দুর্ঘটনার একটি পরিসংখ্যান গণমাধ্যমে পাঠিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য রোড। সেখানে দেখা গেছে, মে মাসে সব মিলিয়ে সারা দেশে ৫ হাজার ৫০০টি দুর্ঘটনা ঘটেছে। এতে মারা গেছেন ৬৩১ জন এবং আহত হয়েছেন ৬ হাজার ৫৩৬ জন।

দেশের আকাশ-সড়ক-রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত রাখার লক্ষ্যে দেশের একমাত্র স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানার গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ১ মে থেকে ৩০ মে পর্যন্ত দেশে এক হাজার ৬২টি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছে এক হাজার ১৮৭ জন এবং নিহত হয়েছে ৫০ জন। একই মাসে এক হাজার ৪৯৬টি ট্রাক দুর্ঘটনায় এক হাজার ৭৫২ আহত এবং ৬২ জন নিহত হয়েছেন।

একই সময়ে নির্ধারিত গতিসীমা না মানা, পরিবহন মালিকদের উদাসীনতা ও সতর্কতা অবলম্বন না করায় বিশ্রাম না নিয়ে টানা ১২ থেকে ২০ ঘণ্টা বাহন চালনাসহ বিভিন্ন নিয়ম না মানায় ১ হাজার ৬০৫টি বাস দুর্ঘটনায় ১ হাজার ৮৫৩ আহত এবং ২৬৩ জন প্রাণ হারিয়েছেন।

এ ছাড়া দায়িত্বে অবহেলা, স্থানীয় পুলিশ প্রশাসনের দুর্নীতিসহ বিভিন্নভাবে সড়ক-মহাসড়কে অবৈধ বাহন নসিমন-করিমন এবং অন্যান্য তিন চাকার বিভিন্ন ধরনের বাহনের ১ হাজার ৩৩৭টি দুর্ঘটনায় ১ হাজার ৭৪৪ জন আহত এবং ২৫৬ জন নিহত হয়েছেন।

২০ টিভি চ্যানেল, ২২টি জাতীয় দৈনিক পত্রিকা, সময় সংবাদসহ ৮৮টি অনলাইন নিউজ পোর্টাল এবং স্থানীয় প্রত্যক্ষদর্শী সেভ দ্য রোডের স্বেচ্ছাসেবীদের দেয়া তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানায় সেভ দ্য রোড।

সড়কপথ ছাড়াও সেভ দ্য রোড নৌ, রেল এবং আকাশপথের তথ্যও সংগ্রহ করে থাকে। তারা জানায়, গত মে মাসে দেশের নৌপথে ৫২টি দুর্ঘটনায় ৯৭ জন আহত এবং ১১ জন নিহত হয়েছেন। অপরদিকে রেলপথে ৪১টি দুর্ঘটনায় ৫৮ জন আহত এবং ২১ জন নিহত হয়েছেন।

তবে এ সময়ের মধ্যে আকাশপথে কোনো দুর্ঘটনা না ঘটলেও বিমানবন্দরের অব্যবস্থাপনা, দায়িত্বে অবহেলা ও উদাসীনতার কারণে প্রতিনিয়ত প্রবাসীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

দেশের আকাশ-সড়ক-রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত রাখার লক্ষ্যে সেভ দ্য রোড ৭ দফা ঘোষণা করেছে। এগুলো হলো:

১. মিরেরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে ১১ জুলাইকে ‘দুর্ঘটনামুক্ত পথ দিবস’ ঘোষণা করতে হবে।

২. ফুটপাত দখলমুক্ত করে যাত্রীদের চলাচলের সুবিধা দিতে হবে।

৩. সড়কপথে ধর্ষণ-হয়রানি রোধে ফিটনেসবিহীন যান চলাচল নিষিদ্ধ করতে হবে। কমপক্ষে অষ্টম শ্রেণি পাস ও জাতীয় পরিচয়পত্র ছাড়া চালক-সহযোগী নিয়োগ ও হেলপার দ্বারা পরিবহন চালানো যাবে না। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

৪. স্থল-নৌ-রেল ও আকাশপথ দুর্ঘটনায় নিহতদের সরকারিভাবে কমপক্ষে ১০ লাখ ও আহতদের ৩ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

৫. ‘ট্রান্সপোর্ট ওয়ার্কার্স রুল’ বাস্তবায়নের পাশাপাশি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘ট্রান্সপোর্ট পুলিশ ব্যাটালিয়ন’ বাস্তবায়ন করতে হবে।

৬. দুর্ঘটনার সঠিক তদন্ত ও সাজা ত্বরান্বিত করার মাধ্যমে সতর্কতা তৈরি করতে হবে। ট্রান্সপোর্ট পুলিশ ব্যাটালিয়ন গঠনের আগপর্যন্ত হাইওয়ে পুলিশ, নৌ পুলিশসহ সংশ্লিষ্টদের আন্তরিকতা-সহমর্মিতা-সচেতনতার পাশাপাশি সব পথের চালক-শ্রমিক ও যাত্রীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সব পরিবহন চালকের লাইসেন্স থাকতে হবে।

৭. ইউলুপ বৃদ্ধি, পথ-সেতুসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ে দুর্নীতি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যেন ভাঙা পথ, ভাঙা সেতু ও ভাঙা কালভার্টের কারণে আর কোনো প্রাণহানি না হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৫:২৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]